দিনে ৩ বার রঙ পাল্টায় যে শিবলিঙ্গ || Achaleshwar Shivling Rajasthan ||

Achaleshwar Mahadev temple/অচলেশ্বর মহাদেব মন্দিরের শিবলিঙ্গ দিনে ৩ বার রঙ পাল্টায়। শিব সত্য, শিব সুন্দর এবং শিব বিষ্ময়কর। তিনি কখনো মাতা পার্বতীকে নিয়ে নিশ্চিন্তে গার্হস্থ্য জীবন পালন করেন সুউচ্চ কৈলাস পর্বতের চুড়ায়, কখনো ভদকেশ্বরে বা স্তম্বেশ্বরে সমুদ্র অবগাহন করেন দুবেলা, আবার কখনো অচলেশ্বর শিব মন্দিরে দিনে তিনবার রঙ পরিবর্তন করেন।¬¬ ভারতের বহু মন্দিরকে কেন্দ্র করেই দানা বেঁধেছে এরকম নানা অমীমাংসিত রহস্য। বেশিরভাগ ক্ষেত্রেই এই রহস্য শত চেষ্টার পরেও উন্মোচন করা অসম্ভব হয়ে পড়ে প্রত্নতত্ব বিভাগ ও বিজ্ঞানীদের পক্ষে। রাজস্থানের অচলেশ্বর মহাদেব মন্দির হল এরকমই রহস্যময় একটি মন্দির। এখানে যে শিবলিঙ্গ পূজিত হয় তা দিনের বিভিন্ন সময়ে নিজে থেকেই রঙ পরিবর্তন করে।এছাড়াও এই মন্দিরের ভিতরের গুপ্ত সুড়ঙ্গ, দেবী চামুণ্ডার মুর্তি, স্বয়ং শিবের গোড়ালীর চিহ্ন ও শিবলিঙ্গের গভীরতা নিয়েও বিস্তৃত রহস্যের জাল। এসকল রহস্যের মায়াজাল ভেদ করার ধৃষ্টতা প্রদর্শন না করে চলুন বরং চর্মচক্ষু দিয়েই দেখে আসি এই প্রাচীন দেবালয়।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দেবতাদের সাথে বাহন থাকে কেন? দেব দেবীদের বাহনের প্রয়োজন কি? Why Deities Need Vehicles?

Leave a Comment

error: Content is protected !!