দীপ্তিময় দীপাবলি কেন পালন করা হয়?
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥ ঘরে ঘরে ডাক পাঠালো–
“দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।’
শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান, কাশ ঝরে যায় নদীর তীরে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো– জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥ দেবতারা আজ আছে চেয়ে– জাগো ধরার ছেলে মেয়ে, আলোয় জাগাও যামিনীরে। এল আঁধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥ সনাতনে আলো অত্যান্ত তাৎপর্যপূর্ণ, কারণ আলো পবিত্রতা, সদগুণ, সৌভাগ্য এবং পরাক্রমকে সূচিত করে। আলোর উপস্থিতি মানেই অন্ধকার এবং অপশক্তির অনুপস্থিতি। দীপাবলি পালন করা হয় অমাবস্যার নিকষ অন্ধকারাচ্ছনতা ভেদ করে, অশুভ শক্তির সক্রিয়তাকে নিষ্ক্রিয় করতে। দীপাবলির প্রতিটি প্রদীপ আমাদের মনের আভ্যন্তরিন কালিমাকেও দূর করে একইভাবে। এছাড়া দিউয়ালী বা দীপাবলীর ধর্মীয় ব্যাখ্যা তো রয়েছেই। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে, দীপাবলীর উতপত্তি ও উদযাপনের চমকপ্রদ কিছু তথ্য। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।