তারকেশ্বর মন্দিরের এই তথ্যগুলো জানেন তো?

tarakeshwar mandir / tarakeshwar temple/ তারকেশ্বর মন্দির বাংলার বিখ্যাত এক শিব মন্দির শ্রাবণ মাস। ঝির ঝিরে বৃষ্টি অথবা ঘোর ধারাপাত। তার মধ্যেই কাঁধে বাঁক নিয়ে হাজার হাজার মানুষ। শ্রাবণের কলকাতা ও সংলগ্ন অঞ্চলে প্রতি শনিবারের এ অতি পরিচিত দৃশ্য। বাংলার অন্যতম প্রধান শৈবতীর্থ তারকেশ্বরধামের উদ্দেশে মানুষের এই তীর্যযাত্রা বঙ্গসংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। পথচারী মানুষের যত দুর্ভোগই সৃষ্টি করুক না কেন এই বাৎসরিক তারকেশ্বর যাত্রা, তারকনাথের মহিমা অস্বীকার করতে পারেন না কেউই। প্রশ্ন জাগে, বাংলায় তো শিব মন্দিরের অভাব নেই, তাহলে এই একটি মাত্র মন্দিরকে ঘিরে এই বিপুল উৎসাহের কারণ কী?

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কালভৈরব কে? তাঁর জন্মরহস্য কি? Kala Bhairava According to Hinduism, Buddhism and Jainism.

Leave a Comment

error: Content is protected !!