ভারতের ৮টি সেরা ধনী মন্দির

ভারতের ৮টি সেরা ধনী মন্দির ||Richest Temples of India || Golden Idols || Hidden Treasure || ভারতবর্ষের মতো দেশে মন্দির শুধুই ভগবানের আরাধনাস্থল নয়। দেশের কয়েকটি মন্দিরে লুকানো রয়েছে কোটি কোটি টাকার সোনাদানা, নগদ টাকা ও লুকানো গুপ্তধন।ভক্তরা মন্দিরে এসে ঈশ্বরের কাছে সোনার গহনা, সোনার বাঁট, কয়েন-সহ নগদ টাকা এসব কত কীই না দান করেন!বেশিরভাগ মন্দিরই সেই সব দান সামগ্রীর যথাযথ হিসাব দেখায় না। সোনাদানা লুকিয়ে রাখা হয় কোনও গোপন সিন্দুকে। এছাড়াও গুপ্তধন ও স্বর্ণপ্রতিমা তো আছেই। সম্প্রতি কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের আরও একটি ভল্ট খোলার প্রক্রিয়া শুরু হতেই এই বিষয়টি নিয়ে আলোচনা হতে শুরু করেছে। আসুন দেখে নেওয়া যাক, ভারতের কয়েকটি ধনীতম মন্দিরে কত সম্পত্তি রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারও চোখ কপালে উঠবে।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মহাভারতের চরিত্রগুলো পূর্বজন্মে কে কি ছিলেন? কে কাঁর অবতার? Previous Births of Mahabharat Characters

Leave a Comment

error: Content is protected !!