মন্দির নির্মানে বাস্তুশাস্ত্র মানছেন তো? Vastu shastra forTemple: পথে- প্রান্তরে, জনপদে, দুর্গম পাহাড়ে বন্দরে এদেশে দেবালয় প্রতিষ্ঠা হয়ে আসছে আবহমান কাল থেকে।জনজীবনের সঙ্গে মন্দির বা দেবালয় নির্মানের সর্ম্পক এমনই ঘনিষ্ঠতা পেয়েছে যে এক্ষেত্রে শুভাশুভ বিচারের প্রয়োজন বোধ করছে প্রাচীন বাস্তুশাস্ত্র। বাস্তু অর্থ গৃহ বা ভিটা এবং যে শাস্ত্র গৃহের শুভাশুভ দিকনির্দেশ প্রদান করে তাই বাস্তু শাস্ত্র। বাস্তু শাস্ত্র কোন ফালতু বিষয় নয়। জীবন ও বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই বাস্তু শাস্ত্রের সাথে এবং তা প্রমাণিতও হয়েছে বারংবার। বাস্তু শাস্ত্র মানলে এবং এর নির্দেশনা মোতাবেক কাজ করলে ধন ধান্য পুষ্পে যেমন আপনার গৃহমন্দির ভরে ওঠে , না মানার ফলে দেখা দেয় ঠিক তাঁর বিপরীত চিত্র। অর্থাৎ আপনার গৃহে অভাব অনটন থেকে শুরু করে অশান্তি ও কালো শক্তির প্রভাব দেখা দেয়। তাই মন্দির নির্মানের সময় অবশ্যই বাস্তু শাস্ত্রের কিছু নিয়ম ও নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে। এই নিয়ম নীতিগুলো জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
