ঈশ্বর কে? তিনি কি সত্যি আছেন? ঈশ্বর অদৃশ্য কেন?

ঈশ্বর কে? তিনি কি সত্যি আছেন? ঈশ্বর অদৃশ্য কেন? Who is God & Why is he invisible? ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই। তিনি যেন এক বিরাট শিশু যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মান্ডকে নিয়ে বালসুলভ ক্রীড়ায় মত্ত। আজকের পৃথিবীর হানাহানি, অত্যাচার বঞ্চনার একটা বিরাট কারন হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা। আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়ে যিনি এই ব্রহ্মান্ডের সর্বময় কর্তা। মানুষ ভাবে, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে গন্ধ পাই, জিহব্বা দিয়ে স্বাদ বুঝতে পাই তাই যা কিছু বর্তমান তার সবকিছুই হয়ত আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য। এবং আমরা যা আমাদের পঞ্চইন্দ্রিয় দিয়ে অনুভব করি না তা আসলেই নেই। যেহেতু ঈশ্বরকে আমরা দেখি না তাই আমাদের মনে হতেই পারে তিনি আসলে অস্তিত্বহীন। ঈশ্বর আসলে কে? তিনি যদি সত্যিই থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন? তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্ত্বিত্বের প্রমান দেন না? আমরা যেসব দেবদেবীর পুজা করে থাকি তারা কি ইশ্বর? দেব দেবীরা যদি ইশ্বর হন তাহলে আমরা একেশ্বরবাদী কিভাবে হলাম? ইশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে তিনি কেন অন্যায়, অত্যাচার, নিপীড়নের তাৎক্ষনিক কোন প্রতিবাদ বা দোষীদের শাস্তির ব্যাবস্থা করেন না? ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে কেউ ধনীর ঘরে জন্মে সারা জীবন আরাম আয়েশে কাটিয়ে দেয় আবার কেউ রাস্তায় জন্মে না খেতে পেয়ে রাস্তাতেই মরে? এরকম হাজারো প্রশ্ন ও যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বর সম্পর্কে। কিন্তু হে বীর, জ্ঞানচক্ষু এবং চর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য না করতে পারলে আমরা সারা জীবনেও আমাদের প্রশ্নের উত্তর পাব না। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা মুলত আপনাদের আগ্রহ এবং প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। আজ আমরা সনাতন ধর্মের অত্যান্ত গুরুত্বপুর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা ক্ষুদ্র জীব হিসেবে ঈশ্বরে স্বরূপ ও লীলা সম্পুর্ণরূপে হয়ত বুঝতে পারার মত সমর্থ্য নই, তবে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইশ্বর সম্পর্কে আপনার ধারনাটা আরও পরিষ্কার হবে, ঈশ্বর, ইশ্বরের লীলা ও এই বিশ্ব ব্রহ্মান্ড নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই ভিডিওটি।

আরও পড়ুনঃ  মহাদেবের কৈলাসের ৯ অমীমাংসিত রহস্য || 9 Unsolved Mysteries of Kailash Mountain of Shiva

5/5 - (1 vote)

Leave a Comment

error: Content is protected !!