মেয়েরা কেন নারায়নের পূজা করতে পারেন না?

মেয়েরা নারায়ন পূজা করতে পারেন না কেন, Why Narayan Puja is Prohibited for Women : মানুন আর নাই মানুন,মেয়েদের গোটা দিনের একটা বড় অংশ কাটে রান্নাঘরে আর ঠাকুরঘরে। আজকের ব্যস্ত মহিলারা চাকরী,অফিস সব সামলে নিয়মিত ঠাকুরঘরে গিয়ে নিত্য পুজো হয়ত করতে পারেন না,কিন্তু বাড়িতে কোনো বড় পুজোর ব্যবস্থা হলে দেখুন,সব দায়িত্ব গিয়ে পড়ে সেই মহিলাদের ওপরেই।কিন্তু এত কিছুর পরেও একটু খেয়াল করে দেখেছেন কী!একটা পুজো কিন্তু মেয়েরা করতে পারে না।সেটা হল নারায়ণ পুজো।আজ্ঞে হ্যাঁ,অবাক হবেন না।একটু খেয়াল করুন,আপনি আপনার মা-ঠাকুমাকে কখনোই নারায়ণ পুজো করতে দেখেছেন কিনা!অথচ লক্ষ্মী পুজোয় মেয়েদেরই আধিপত্য।কেন মেয়েরা নারায়ণ পুজো করতে পারেন না জানেন?না জানলেও কোনো ক্ষতি নেই।আমরা অনেকেই জানি না।আসুন জানার চেস্টা করি এর পিছনের গল্পটি।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দ্রৌপদী ও পঞ্চপাণ্ডব কিভাবে দেহত্যাগ করেন? How did Draupadi and Pancha Pandavas Die?

Leave a Comment

error: Content is protected !!