ব্রহ্মা, বিষ্ণুকে বাদ দিয়ে শুধুমাত্র শিবের মত বর কেন চায় মেয়েরা?

ব্রহ্মা, বিষ্ণুকে বাদ দিয়ে শুধুমাত্র শিবের মত বর কেন চায় মেয়েরা?ব্রহ্মা , বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবই সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধংসকর্তা। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষায় ত্রিদেবের কারো ভূমিকা কম নয়। কমতি নেই তাদের কারো শক্তি সামর্থ্যে। তাহলে ভেবে দেখেছেন কি ব্রহ্মা বিষ্ণু কে বাদ দিয়ে সনাতনী অবিবাহিত মেয়েরা শুধুমাত্র মহাদেব শিবকে বর হিসেবে প্রার্থনা করেন কেন? শিবকে শশ্মানচারী, জটাধারী, ব্যাঘ্র চামড়া পরিহিত, চাল চুলোহীন যাই বলুন না কেন। তাঁর এমন কিছু গুন আছে যা সব মেয়েরাই তাদের স্বামীর মধ্যে দেখতে চায়। চলুন পৌরানিক কাহিনীর আলোকে শ্রবন করি ভোলানাথের সেই সব দিব্যগুনসমুহ যা তাকে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে আলাদা করেছে।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  স্বর্গ ও মর্ত্যের মাঝখানে আজও উল্টো হয়ে ঝুলে আছেন অভিশপ্ত ত্রিশঙ্কু || Story of Cursed Trishanku ||

Leave a Comment

error: Content is protected !!