শাস্ত্রমতে যে নারীকে বিবাহ করা যাবে না।

শাস্ত্রমতে যে নারীকে বিবাহ করা যাবে না। Women Prohibited for Marriage: #হিন্দুবিবাহ #WomantoMarryinHinduism #নিষিদ্ধনারী “বেদনা-মাধুর্যে গড়া তোমার শরীর অনুভবে মনে হয় এখনও চিনি না তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর আবার কখনও ভাবি অপার্থিব কি না।” যুগ যুগ ধরে নারী এমনই রহস্যাবৃতা। তাঁর পরতে পরতে শুধু নিপাট রহস্যই লুকিয়ে। নারী মনের, শরীরের সে রহস্য কি কখনও সমাধান করতে পেরেছে পুরুষ ? তবে রহস্যের সমাধান হোক বা না হোক হিন্দু শাস্ত্র নারীকে ভাগ করেছে ৪ ভাগে আর পুরুষকে নির্দেশ দিয়েছে সর্বোত্তম নারীকে বিবাহ করার জন্য। এই একই নির্দেশ চাণক্য নীতি ও বিষ্ণুপুরানেও দৃশ্যমান। যারা নিকট ভবিষ্যতে বিয়ে করছেন বা বিবাহ করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন কোন নারীকে বিবাহ করলে আপনার সারাজীবন ফুলশয্যা হয়ে কাটবে এবং কোন নারীকে বিবাহ করলে আপনার জন্য অপেক্ষা করছে কণ্টক শয্যা।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  বিষ্ণুর দশাবতার ও ডারউইনের বিবর্তনবাদ তত্ব

Leave a Comment

error: Content is protected !!