You are currently viewing হিন্দুরা কেন গরুর মাংস খায় না? গোহত্যা ও গোচর্মের ব্যাবহার কি পাপ?

হিন্দুরা কেন গরুর মাংস খায় না? গোহত্যা ও গোচর্মের ব্যাবহার কি পাপ?

হিন্দুরা কেন গরুর মাংস খায় না? গরুর চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি করা হয় কেন? এছাড়াও গরুর মাংস খান না কিন্তু তার চামড়া দিয়ে তৈরি জুতা পরেন কেন? হিন্দুরা গরুকে কেন মা মনে করেন, গরুর গোবর ঘর গৃহস্থলী লেপনে কেন ব্যাবহার করা হয়? এ নিয়ে কৌতুহল, চিমটি ও কাঁদা ছোড়াছুঁড়ির শেষ নেই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আজকের শিক্ষাব্যাবস্থায় পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অভাবে অধিকাংশ মানুষই এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে তো পারেনই না বরং অপমানিত হয়ে নিরবে খুজে চলেন এসকল প্রশ্নের উত্তর। তাই শুধু তর্কের খাতিরে তর্ক নয়, জানতে হবে আসল কারন, নিগুড় তত্ব। গোমাংস, গোবর, গোমুত্র ও হিন্দু ধর্মমতে গরুর প্রকৃত অবস্থান জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন।

5/5 - (2 votes)
আরও পড়ুনঃ  শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর ইতিহাস || History of Ancient Dwarka

Leave a Reply