You are currently viewing অঘোরী কে? কি তাদের উদ্যেশ্য? অঘোরী সম্পর্কে সমস্ত ভুল ধারনার জবাব

অঘোরী কে? কি তাদের উদ্যেশ্য? অঘোরী সম্পর্কে সমস্ত ভুল ধারনার জবাব

Aghori / Aghori baba / অঘোরী / অঘোরী বাবা রা নোংরামির মধ্যেই পুণ্যের সন্ধান করে বেড়ান | নামের মতো এঁদের চেহারা বা আচরণ, সবই সাধারণদের চোখে বিটকেল | লম্বা চুল‚ কালো পোশাকের অঘোরী সাধকদের দেখলেই ভিড়ের মধ্যে আলাদা করা যায়। তাঁরা শ্মশানচারী, তার উপরে তাঁরা সর্বাঙ্গে চিতাভস্ম মেখে থাকেন। প্রায়শই নগ্ন অঘোরী সাধুদের দর্শন পাওয়া যায়। সর্বোপরি তাঁদের খাদ্যাখাদ্যভেদ একেবারেই নেই। এমনকী অঘোরীরা মৃতদেহ খেতেও অভ্যস্ত। আরও ভয়ংকর ব্যাপার হল তারা মৃতদেহের সাথে যৌন সঙ্গমও করে থাকেন। এই ভয়াবহ বর্ণনা স্বাভাবিকভাবেই গৃহীজীবনে শঙ্কার হিল্লোল তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, ভারতীয় অধ্যাত্মমার্গে অঘোরী সম্প্রদায় মোটেও পরিত্যাজ্য নয়। উল্টে, বিরল সম্মান পেয়ে থাকেন অঘোরীরা। এখানেই প্রশ্ন জাগে— ঠিক কী কাজ করছে এই সম্ভ্রমের পিছনে? উত্তর খুঁজতে গেলে প্রবেশ করতে হবে এমন কিছু প্রসঙ্গে, যা সাধারণত আলোচনাবৃত্তে আসে না। আজ আমাদের আলোচনায় থাকছে ভীতিকর এই অঘোরী সন্যাসীদের মতবাদ, কার্যক্রম ও কালো পোশাকে আচ্ছাদিত, জটাজুটধারী এই সন্ন্যাসীদের আচার বিচারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  হিন্দু নারীর শাঁখা, সিঁদুর ও নোয়া পরিধান করা কতটা জরুরী? Why Hindu Women Wear Shankha & Sindoor?

Leave a Reply