You are currently viewing বাস্তুমতে ময়ুরের পালকের আশ্চর্য গুনাগুন |

বাস্তুমতে ময়ুরের পালকের আশ্চর্য গুনাগুন |

বাস্তু শাস্ত্র মতে ময়ুরের পালক বা পেখমের অলৌকিক গুনাগুনে ধনবৃদ্ধি, সাফল্য ও শান্তি আসবে আপনার গৃহে। Benifits of peacocok feathers according to vastu shastra.শুক শারির দন্দে শুক বলে আমার কৃষ্ণের আমাদের সাধারণ জীবনের বেশ কিছু সমস্যা সমাধানেও ময়ুরের পেখমের চমতকারী ব্যবহার রয়েছে । সবাই বলে এই পৃথিবীতে মানুষ নাকি সবথেকে শক্তিশালী প্রাণী। ধরণাটা যে বেজায় ভুল, এ বিষয়ে কোনও সন্দেহ নেই! কারণ প্রকৃতির শক্তিকে মানুষ এখনও বুঝেই উঠতে পারেনি। তাই তো আমরা বোকারা নিজেদের সর্বশক্তিমান ভেবে থাকি। যে মানুষ নিজের পায়ের তলায় সারা দুনিয়াকে রাখতে চায়, তারই জীবনে খুশির আগমণ ঘটায় ময়ূরের মতো নরম-সরম একটি পাখির পালক। একেবারে ঠিক শুনেছেন! বাস্তু বিশেষজ্ঞদের মতে অপূর্ব সুন্দর এই পালকটি গৃহস্থের সৌন্দর্যতা তো বাড়ায়, সেই সঙ্গে বাস্তু দোষ কাটানোর মধ্যে দিয়ে নেগেটিভ শক্তিকে এমন দূরে ঠেলে দেয় যে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। তবে ভাববেন না এখানেই শেষ! আপনার গৃহে কোথায় কিভাবে কতগুলো ময়ুরের পেখম রাখবেন তা জানতে সম্পুর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  একাদশী কী? কিভাবে একাদশী আবির্ভাব হলো, একাদশী পালনের নিয়মাবলী, একাদশী মাহাত্ম্য

Leave a Reply