চন্দ্রগ্রহণ ২০২৩ তালিকাইয় শুধুমাত্র একটি আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্র গ্রহণের উল্লেখ পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণ ২০২৩
( ভারতবর্ষে দৃশ্য)।
১০ই কার্তিক, ভাঃ ৬ই কার্তিক, ইং ২৮ শে অক্টোবর, শনিবার, ২০২৩ খ্রীঃ।
(ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)
- গ্রহণ স্পর্শ ( আরম্ভ ) _ রাত্রি ঘ ১০ । ০৫ মিঃ।
- গ্রহণ মধ্য _ রাত্রি ঘ ১ । ৪৪ মিঃ।
- গ্রহণ মোক্ষ ( সমাপ্তি) _ রাত্রি ঘ ২ । ২৪ মিঃ।
- গ্রাসমান _ ০.১২৬।
- গ্রহণ স্থিতি _ ১ঘঃ ১৯ মিঃ
কলকাতাসহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।
গ্রহণ দর্শনে শুভাশুভঃ
এই গ্রহণ মিথুন, বৃশ্চিক ,ধনু, কুম্ভ,ও মীনরাশির দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারা জন্য মূলানক্ষত্রাশ্রিত ধনুরাশির দর্শন নিষিদ্ধ। ইহা ছাড়া অন্য রাশির দর্শনে অশুভ। দীক্ষিতগনের মন্ত্রপুরশ্চরণে এই রাশ্যাদি বিচার অনাবশ্যক। বৈধদর্শনকারী মাত্রেরই গ্রহণ নিমিত্তক স্নান অবশ্য কর্ত্তব্য ।
প্রমাণ যথাঃ “সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াদ যস্তু মানব।
সপ্তজন্মস্বসৌ কুষ্ঠীস্যাদ দুঃখ ভাগী চ সর্ব্বদা।।,,
মুক্তিস্নানমন্ত্রস্তবঃ “উত্তিষ্ঠগম্যতাং রাহো ত্যজ্যতাং চন্দ্রসঙ্গমঃ।
কর্ন্মাচাণ্ডালযোগোত্থং কুরু পাপক্ষয়ং মম।।,,
গ্রহণ বৈধভাবে দর্শন করিলে অক্ষয় পুণ্য ফল লাভ হয়। মৃত পিতৃক বৈধদর্শনকারী মাত্রেরই কৃৎ প্রক্ষালিত আমান্ন শ্রাদ্ধ কর্ত্তব্য। জনন ও মরণাশৌ স্নানবিহিত,কিন্তু দান ও শ্রাদ্ধবিহিত নহে। ক্ষতাশৌচে দানাবিহিত। অদ্যারভ্য সপ্তাহকাল বিশেষ যাত্রা নিষিদ্ধ। গ্রহণকালে দীক্ষা ও অনধ্যায়। অত্র গঙ্গাস্নানে সঙ্কল্পবাক্য, যথাঃ- বিষ্ণুরোম তৎসদ্যোদ্য কার্ত্তকে মাসি তুলা রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পৌর্ণমাস্যান্তিথৌ / কৃষ্ণপক্ষে প্রতিপদিতিথৌ রাহুগ্রস্তে নিশাকরে অমুক গোত্রঃ শ্রীঅমুক দেবশর্ম্মা ( শূদ্রপক্ষে শ্রীঅমুক দাস, স্ত্রীপক্ষে অমুক গোত্রা শ্রীঅমকী দেবী বা দাসী) কোটিগুন গঙ্গাস্নান জন্য ফল সমফল প্রাপ্তিকামঃ ( শ্রীবিষ্ণু প্রীতিকামঃ বা স্ত্রীপক্ষে কামা ) অস্যাং গঙ্গায়াং স্নানমহং করিষ্যে। গঙ্গাভিন্ন পুস্কারিণী জলে “অস্যাং পুস্কারিণ্যা’’ এবং নদীজলে “অস্যাং নদ্যাং’’ বলিতে হইবে।
উপচ্ছায়া গ্রহণঃ
গ্রহণ আরম্ভ হইবার কিছু পূর্ব্বে ও গ্রহণ মোক্ষ ( সমাপ্তি ) হইবার কিছু পরে চন্দ্র পৃথবীর উপচ্ছায়ায় প্রবিষ্ট হয়। ইহাকে উপচ্ছায়া গ্রহণ বলে, ইহাতে চন্দ্রের কিঞ্চিৎ কান্তি মালিন্য পরে মাত্র, ইহা গ্রহণ বলে গণ্য হইবে না। ইহাতে কোন ধর্ম্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নেই। উপচ্ছায়া স্পর্শ ( প্রবেশ )ঃ রাত্রি ঘ ১১ । ৩০ মিঃ। উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ)ঃ রাত্রি ঘ ৩ । ৫৮ মিঃ।
গ্রহণ দর্শনের স্থানঃ
এই গ্রহণ অস্ট্রেলিয়া , এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ- আমেরিকার পূর্ব্বাংশে, উত্তর আমেরিকার উত্তর- পূর্ব্বাংশে, প্রশান্তমহাসাগরের পশ্চিম ও দক্ষিণভাগে,আটলান্টিকমহাসাগর ও ভারতমহাসাগরে দৃশ্য হইবে।
গ্রহণ স্পর্শ ( আরম্ভ ) দৃশ্যঃ
চন্দ্রাস্তের সময়ে অস্ট্রেলিয়া , রাশিয়ার পূর্ব্বাংশের অঞ্চলগুলিতে প্রশান্তমহাসাগরের উত্তরভাগে দৃশ্য হইবে। গ্রহণ মোক্ষ ( সমাপ্তি ) দৃশ্যঃ চন্দ্রোদয়ের সময়ে ব্রাজিল ও কানাডার পূর্ব্বাংশের অঞ্চলগুলিতে আটলান্টিকমহাসাগরের উত্তর ও দক্ষিণভাগে দৃশ্য হইবে।
আরও পড়ুনঃ
- সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩-২০২৪)। পূর্ণগ্রাস, বলয় গ্রাস গ্রহণের তালিকা।
- একাদশী তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশ]
- একাদশী তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী]
- পূর্ণিমা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- পূর্ণিমা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশ সময় অনুযায়ী ||
- অমাবস্যা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- অমাবস্যা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||