You are currently viewing ধ্বংসের অপেক্ষায় পাকিস্তানের সারদা শক্তিপীঠ || Sharda Peeth Pakistan

ধ্বংসের অপেক্ষায় পাকিস্তানের সারদা শক্তিপীঠ || Sharda Peeth Pakistan

সারদা শক্তিপীঠ , Sharda Peeth Pakistan : সনাতনী তীর্থগুলো ধ্বংস হচ্ছে কালে কালে, দিনে দিনে। তারই ধারাবাহিকতায় সুপ্রাচীন তীর্থক্ষেত্র শারদা পীঠ এখন ধ্বংসের অপেক্ষায়। পাকিস্তানে অবস্থিত হওয়ায় রক্ষনাবেক্ষণ ও সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই মহাপবিত্র শক্তিপীঠ। কিছুদিন পর হয়ত ইতিহাস থেকেও মুছে যাবে এই পিঠের নাম। হারিয়ে যাবে হিন্দু ধর্ম ও সংস্কৃতির আরও একটি স্বর্ণালী অধ্যায়। অথচ, এই শারদা পীঠই একসময় ছিল উপমহাদেশের পবিত্রতম তীর্থ ও জ্ঞান চর্চার বিদ্যাপীঠ। হারিয়ে যাওয়ার আগে চলুন জেনে নিই এই তীর্থের স্বর্ণালী ইতিহাস।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কালীপূজায় পাঠাবলি / পশুবলি কতটা যৌক্তিক?

Leave a Reply