You are currently viewing পুরীর জগন্নাথ মন্দিরের যে অলৌকিক রহস্যগুলো আজও অমীমাংসিত

পুরীর জগন্নাথ মন্দিরের যে অলৌকিক রহস্যগুলো আজও অমীমাংসিত

পুরীর জগন্নাথ মন্দিরের যে অলৌকিক রহস্যগুলো আজও অমীমাংসিত-Supernatural Mysteries of Jagannath Temple: পুরী মানেই উত্তাল সমুদ্র, নীলাকাশ ও নীলজলের নয়নাভিরাম প্রনয় ৷ পুরী মানেই জিভে গজা ৷ পুরী মানেই ক্ষীর ৷ আর অবশ্যই পুরী মানে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব দর্শন এবং রথযাত্রা৷ ১০৭৮ সালে নির্মিত পুরীর মন্দিরটি ১১৭৪ সালে মেরামতির পর যে রূপ ধারন করেছিল তা আজও অম্লান বদনে আমাদের কাছে দৃশ্যমান। সমগ্র ভারতবর্ষে এ মন্দির অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ শৈল্পিক নিদর্শন। প্রতিবছর লক্ষ কোটি ভক্ত ও পর্যটকদের মনের খোরাক যোগায় এই অপরূপ মন্দিরটি। কি ভাবছেন? শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন এবং শৈল্পিক স্থাপনার সৌন্দর্যসুধা পান করতেই এত জনসমাগম? না। এর বাইরেও কিছু আছে এখানে। আর তা হল কিছু রহস্য, এমন রহস্য যেগুলোর আজও কোন কুল কিনারা হয় নি। দর্শক হয়ত এখানকার রহস্যগুলো সম্পর্কে আপনিও কিছু আচ করতে পারছেন। আজ সনাতন এক্সপ্রেসের বিশেষ আয়োজনে আপনাদেরকে নিয়ে যেতে চাই পুরীর জগদবিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে। পরিচয় করিয়ে দিতে চাই এই মন্দিরের এমন কিছু রহস্যের সাথে যা জানলে আপনার চোখও কপালে উঠবে রীতিমত। তো চলুন দর্শক দেখে আসি কি সেই অত্যাশ্চর্য রহস্যগুলো যা আজও অমীমাংসিত, অনাবিষ্কৃত।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দক্ষ যজ্ঞে কি ঘটেছিল? Origin of 51 Shakti Peeth || Daksha Jagya || Shiva & Sati || Mythology

This Post Has One Comment

  1. Sushil Kumar Saha

    হরে কৃষ্ণ

Leave a Reply