You are currently viewing সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন?

সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন?

সরস্বতী পূজা,সরস্বতী পূজার মন্ত্র,সরস্বতী পূজা পদ্ধতি,সরস্বতী পূজা ২০২১,সরস্বতী পূজা কত তারিখে,সরস্বতী পূজা ২০২০,সরস্বতী,২০২১ সরস্বতী পূজা,সরস্বতী পূজা 2021,সরস্বতী মন্ত্র,২০২১ সালের সরস্বতী পূজা,সরস্বতী পূজার নিয়ম,২০২১ সরস্বতী পূজার দিন,২০২১ সরস্বতী পূজার তারিখ,সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন,দেবী সরস্বতী,সরস্বতী মায়ের গান সরস্বতী পূজার ইতিহাস,সরস্বতীর জন্ম প্রণয় বিয়ে সরস্বতী পূজা ২০২১,সরস্বতী পূজা কখন,সরস্বতী পূজা কবে?

সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন? Saraswati Puja and Kul Khawa মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রীপঞ্চমী। শ্রীপঞ্চমীর এই তিথিতে পুজিতা হন আদ্যাশক্তির একাংশ, দেবী স্বরস্বতী। বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও জ্ঞান প্রদায়িনী দেবী তিনি। আপাতদৃষ্টিতে, শ্রীপঞ্চমীকে শুধু বিদ্যার্থীদের অনুষ্ঠান মনে করা হলেও আবাল বৃদ্ধ বনিতা সব মহলেই তাঁর আগমনকে স্বাগতম জানানো হয় স্বাড়ম্বরে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান। প্রায় ৬০ টি আলাদা মন্ডপে এখানে পুজিতা হন তিনি। পূজার দিন মায়ের হাতে সন্দেশ অর্পন করা, বইখাতা মায়ের চরনে স্পর্শ করানো, অঞ্জলী প্রদান এসব ঘটনা দেবী স্বরস্বতীর পূজার চিরায়াত দৃশ্য। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হল কূল বা বরই খাওয়া। স্বরস্বতী পূজার আগে কূল খাওয়া হয় না। অনেকেই এটাকে কুসংস্কার বা ভিত্তিহিন আচার বলে উড়িয়ে দিলেও এর পিছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনি। সেই কাহিনিটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  সরস্বতী পূজায় শিশুদের হাতেখড়ি দেওয়া হয় কেন? Hate Khari Facts in Saraswati Puja ||

This Post Has One Comment

Leave a Reply