তুলসী কাঠের মালা, হিন্দুরা এবং বিষেশ করে বৈষ্ণবরা তাদের কন্ঠে ধারন করে থাকেন। আমরা অনেকেই জানি না এই তুলসী মালা পরিধানের তাৎপর্য। কেন ধারন করা হয় তুলসী মালা? তুলসী মালা গলায় পরলে উপকার কি এবং না পরলে ক্ষতি কি? তুলসী মালা পরিধানে মিথ্যা বলা যায় কি? তুলসী মালা পরিধান করে মিথ্যা বললে কি শাস্তি হয়? এছাড়াও ছোট বড় আরো বিষয় থাকছে তুলসী মালা কেন্দ্রিক আজকের আলোচনায়। এবং সব শেষে থাকছে মনোবাঞ্ছা পুর্ণকারী তুলসী মন্ত্র যা আপনার সুপ্ত বাসনাকে বাস্তবে পরিনত করতে সক্ষম। আশা করি এই আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।