You are currently viewing উগ্রশীলা তারাপীঠের ইতিহাস ও বামাক্ষ্যাপা ||

উগ্রশীলা তারাপীঠের ইতিহাস ও বামাক্ষ্যাপা ||

উগ্রশীলা তারাপীঠের ইতিহাস ও বামাক্ষ্যাপা || History of Tarapith Mandir : এপার বাংলা-ওপার বাংলার আপামর আবাল বৃদ্ধ বনিতা তারাপীঠ মন্দিরকে এক নামে চেনে। বঙ্গদেশে এমন পুণ্যভূমি আর দ্বিতীয়টি নেই। এই মন্দিরের গোড়াপত্তন হয়েছিল ব্রহ্মার মানসপুত্র বশিষ্টের হাত ধরে। কালের পরিক্রমায় অনেক চড়াই উৎরাই পার করেও তারাপীঠের মা তারা আজও আশির্বাদ বিলিয়ে যাচ্ছেন তাঁর মানব সন্তানদের জন্য। বাংলার যে কয়টি তীর্থ না দর্শন করলে মানব জন্ম বৃথা মানা হয় তারাপীঠ তাদের মধ্যে অন্যতম। অতি প্রাচীন দেবীশিলা মা উগ্রতারা, বশিষ্ঠদেব বা সাধক বামাক্ষ্যাপাকে ঘিরে রয়েছে অসংখ্য কাহিনী। বীরভূমের প্রাচীনতম তীর্থক্ষেত্র তারাপীঠ আজ আন্তর্জাতিক কৌতূহলেরও কেন্দ্রভূমি। সদা জাগ্রত এই মা তাঁরা এবং তাঁর আশির্বাদধন্য পুণ্যভূমি তারাপীঠকে নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মহর্ষি ভৃগু কেন বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন? Why Rishu Bhrigu Kicked on The Chest of Lord Vishnu?

Leave a Reply