দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০), কলকাতা (পশ্চিমবঙ্গ), রাজধানী দিল্লী, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু (কর্ণাটক), গুয়াহাটি (অসম), আগরতলা (ত্রিপুরা), পোর্টব্লেয়ার (আন্দামান ও নিকোবর), লন্ডন, ওয়াশিংটন ( আমেরিকা যুক্তরাষ্ট্র), ঢাকা (বাংলাদেশ) সময় অনুযায়ী।
কলকাতায় (পশ্চিমবঙ্গে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০)
(ভারতীয় প্রমান সময়ানুযায়ী)
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্ত্তিক, (ভাঃ ২৮ শে আশ্বিন), ইং ২০ শে অক্টোবর, শুক্রবার -সূর্য্যোদয় ঘ ৫।৩৯, সূর্যস্ত ঘ ৫। ৬, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ২৮ । ষষ্ঠী রাত্রি ঘ ৯ । ৮ পর্যন্ত । শ্রী শ্রী দুর্গাষষ্ঠী । পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ৩১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবির ষষ্ঠ্যাদিকল্পারত ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিররকাশেন বহু সন্মতঃ )। সায়ংকালে দেবির বোধন, আমন্ত্রন ও অধিবাস ।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক (ভাঃ ২৯ শে আশ্বিন ), ইং ২১ শে অক্টোবর , শনিবার- সূর্য্যোদয় ঘ ৫ ।৪০ সূর্য্যাস্ত ঘ ৫ ।৫ পূর্ব্বাহ্ন ঘ ৯।২৮ সপ্তমী রাত্রি ঘ ৭ ।২১ পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা। পূর্ব্বাহ্ন মধ্যে চারলগ্নে ও চরণ্ বাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ । ৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবির নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকাল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মত:)। দেবির ঘোটকে আগমন।ফল ছত্রভঙ্গ রাত্রি ঘ ১০। ৫৮ গতে ১১ । ৪৬ মধ্যে দেবির অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্ত্তিক ( ভাঃ৩০ শে আশ্বিন ),ইং ২২শে অক্টোবর, রবিবার – সূর্যযেদয় ঘ ৫ ।৪০ সূর্য্যাস্ত ঘ ৫ ।৪ পূর্ব্বাহ্ন ঘ ৯ ।২৮ মহাষ্ঠমী সন্ধ্যা ঘ ৫ । ১৮ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবির মহাষ্ঠম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্ঠমীকল্পারম্ভ এবং মহাষ্ঠমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্ঠমীর ব্রতোপবাস।
সন্ধিপূজা
- সন্ধ্যা ঘ ৪ । ৫৪ গতে রাত্রি ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা।
- সন্ধ্যা ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ
- সন্ধ্যা ঘ ৫ । ১৮ গতে বলিদান।
- রাত্রি ঘ ৫। ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্ত্তিক,( ভাঃ ১লা কার্ত্তিক ),ইং ২৩ শে অক্টবর, সোমবার – সূর্য্যেদয় ঘ ৫ । ৪১ সূর্য্যাস্ত ঘ ৫ । ১৪, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ২৮। মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কাল্বেলানুরোধে দিবা ঘ ৭ । ৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৩১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবির কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবির নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্যে কাল্বেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )।পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্ঠমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্ত্তিক ( ভাঃ ২রা কার্ত্তিক ), ইং ২৪ শে অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৫ । ৪১, সূর্য্যাস্ত ঘ ৫ । ৩ , পূর্ব্ববাহ্ন ঘ ৯ । ২৮ । বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরনবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ । ৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৩২ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলনুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )। দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। বিজয়াদশমীকৃত্য । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা।
রাজধানী দিল্লিতে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘন্ট ২০২৩ (১৪৩০)
(ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী )
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক ,(ভাঃ ২৮শে আশ্বিন ),ইং ২০শে অক্টোবর, শুক্রবার – সূর্যদ্যেয় ঘ ৬ ।২৮ সূর্য্যাস্ত ঘ ৫ । ৪৩ পূর্ব্বাহ্ন ঘ ১০ । ১৬ । ষষ্ঠীরাত্রি ঘ ৯ । ৮ পর্য্যন্ত । শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৯ । ২০ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )। সায়ংকালে দেবীর বোধন , আমন্ত্রন ও অধিবাস ।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক (ভাঃ ২৯শে আশ্বিন ), ইং ২১শে অক্টোবর , শনিবার – সূর্য্যেদয় ঘ ৬ । ২৯ সূর্য্যস্ত ঘ ৫ ।৪২ পূর্ব্বাহ্ন ঘ ১০ । ১৭ সপ্তমী রাত্রী ঘ ৭ । ২১ পর্য্যন্ত । শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা । পুর্ব্বাহ্ন মধ্যে চারলগ্নে ও চরনবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ । ৫৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুগাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১১। ৪৮ । গতে ১১ । ৩৬ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক (ভাঃ ৩০ শে আশ্বিন ), ইং ২২ শে অক্টোবর, রবিবার – সূর্য্যেদয় ঘ ৬ । ২৯ সূর্য্যাস্ত ঘ ৫ । ৪২, পূর্ব্বাহ্ন ঘ ১০ । ১৭ মহাষ্ঠমী অপরাহ্ন ঘ ৫ । ১৮ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাশষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস । অপরাহ্ন ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ। অপরাহ্ন ঘ ৫ । ১৮ গতে বলিদান। সন্ধ্যা ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক,( ভাঃ ১ লা কার্তিক ) ইং ২৩ শে অক্টোবর, সোমবার – সূর্য্যেদয় ঘ ৬ । ৩০ সূর্য্যাস্ত ঘ ৫ । ৪১, পূর্ব্বাহ্ন ঘ ১০ । ১৭ মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ৫৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৯ । ২১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) পূর্ব্বাহ্ন মধ্যে বীবাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,( ভাঃ ২ রা কার্তিক ), ইং ২৪ শে অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৬ । ৩১ সূর্য্যাস্ত ঘ ৫ । ৪০ পূর্ব্বাহ্ন ঘ ১০ । ১৮ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ৭ । ৫৭ মধ্যে পুনঃ দিবা ঘ ৯ । ২২ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবির ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। কুলাচারনুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য । দশেরা ।
মুম্বাইতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০)
(ভারতীয় প্রমান সময়ানুযায়ী)
শ্রী শ্রী মহাষষ্ঠী
বাংলা ২রা কার্ত্তিক ,ইংরেজী ২০শে অক্টোবর,শুক্রবার,সূর্য্যোদয় ঘ ৬টা ৩৮মিনিট,এবং সূর্য্যাস্ত ঘ ৬টা ৯মিনিটে, পূর্ব্বাহ্ন ঘ ১০টা ২৬ মিনিট ষষ্ঠী রাত্রি ঘ ৯টা ৮ মিনিট পর্য্যন্ত।শ্রীশ্রী দুর্গাষষ্ঠী।পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৯টা ৩০ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্ত্য।(অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)সায়ংকালে দেবীর বোধ্ন, আমন্ত্রণ ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
বাংলা ৩রা কার্ত্তিক ,ইংরেজী ২১শে অক্টোবর,শনি বার,সূর্য্যোদয় ঘ ৬টা ৩৮মিনিট,এবং সূর্য্যাস্ত ঘ ৬টা ৯মিনিটে, পূর্ব্বাহ্ন ঘ ১০টা ২৬ মিনিট সপ্তমী রাত্রি ঘ ৭টা ২১ মিনিট পর্য্যন্ত।শ্রীশ্রীশারদীয়া দুর্গা পূজা।পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে,(কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮টা ৪ মিনিট গতে পূর্ব্বাহ্ন মধ্যে )শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নব পত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্ত্য,( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) দেবীর ঘটকে আগমন।(ফল- ছত্রভঙ্গ)রাত্রি ঘ ১১ টা৫৭ মিনিট গতে,১২ টা ৪৫ মিনিটের মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
বাংলা ৪ ঠা কার্ত্তিক ,ইংরেজী ২২শে অক্টোবর।রবিবার,সূর্য্যোদয় ঘ ৬টা ৩৮মিনিট,এবং সূর্য্যাস্ত ঘ ৬টা ৮মিনিটে,পূর্ব্বাহ্ন ঘ ১০টা ২৬ মিনিট। মহাষ্টমী অপরাহ্ন ৫টা১৮মিনিটপর্য্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমীকল্পারম্ভ,কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্ত্যঃ। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।অপরাহ্ন ঘ ৪টা ৫৪ মিনিট গতে সন্ধিপূজারম্ভ।অপরাহ্ন ঘ ৫ টা১৮ মিনিট গতে বলিদান।অপরাহ্ন ৫ টা ৪২ মিনিট এর মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
বাংলা ৫ই কার্ত্তিক ,ইংরেজী ২৩শে অক্টোবর।সোমবার,সূর্য্যোদয় ঘ ৬টা ৩৯মিনিট,এবং সূর্য্যাস্ত ঘ ৬টা ৭মিনিটে,পূর্ব্বাহ্ন ঘ ১০টা ২৬ মিনিট।মহানবমী দিবা ঘ ৩ টা ৪ মিনিট পর্য্যন্ত।পূর্ব্বাহ্ন মধ্যে (কিন্তু কালবেলানুসারে দিবা ঘ ৮ । ৫ মধ্যে পুনঃ দিবা ঘ ৯ । ৩০ গতে পূর্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্যে কাল্বেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,(ভাঃ ২রা কার্তিক ), ইং ২৪শে অক্টোবর,মঙ্গলবার- সূর্য্যেদয় ঘ ৬ ।৭সূর্য্যাস্ত ঘ পূর্ব্বাহ্ন ঘ ১০। ২৬ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ৫ মধ্যে পুনঃ দিবা ঘ ৯ । ৩০ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য। দশেরা।
চেন্নাইতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘন্ট ২০২৩ (১৪৩০)
(ভারতীয় প্রমাণ সময়নুযায়ী)
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক,( ভাঃ ২৮শে আশ্বিন), ইং ২০ শে অক্টোবর, শুক্রবার – সূর্যদ্যোয় ঘ ৬ । ৩ সুর্য্যাস্ত ঘ ৫ । ৪৪ পূর্ব্বাহ্ন ঘ ৯ ।৫১ ষষ্ঠীরাত্রি ঘ ৯ । ৮ পর্য্যন্ত। শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুসারোধে দিবা ঘ ৮ । ৫৫ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ, ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক,(ভাঃ ২৯শে আশ্বিন) ইং ২১শে অক্টোবর, শনিবার – সূর্য্যোদয় ঘ ৬ । ৪ সূর্য্যাস্ত ঘ ৫ । ৪৩ পূর্ব্বাহ্ন ৯ । ৫২ সপ্তমী রাত্রি ঘ ৭ । ২১ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কাল্বেলানুরোধে দিবা ঘ ৭ । ৩০ গতে পূর্ব্বাহ্ন মধ্যে )। শ্রী সসসশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )। দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১১ । ২৩ গতে ১২ । ১১ মধ্যে দেবীর অর্দ্ধারাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক (ভাঃ ৩০শে আশ্বিন ) ইং ২২শে অক্টোবর, রবিবার – সূর্য্যোদয় ঘ ৬ । ৪, সূর্য্যাস্ত ঘ ৫ । ৪৩, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫২ । মহাষ্টমী অপরাহ্ন ঘ ৫ । ১৮ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস। অপরাহ্ন ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ। অপরাহ্ন ঘ ৫ । ১৮ গতে বলিদান। সন্ধ্যা ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক,( ভাঃ ১লা কার্তিক) ইং ২৩ শে অক্টোবর, সোমবার – সূর্য্যোদয় ঘ ৬ । ৪, সূর্য্যাস্ত ঘ ৫ । ৪২ , পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫১ । মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ৩০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্যে কালবেলানুরধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক (ভাঃ ২রা কার্তিক ), ইং ২৪শে অক্টোবর, মঙ্গলবার -সূর্য্যোদয় ঘ ৬ । ৪, সুর্য্যাস্ত ঘ ৫ । ৪২ পূর্ব্ববাহ্ন ঘ ৯ । ৫১ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ৩০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )দেবীর ঘোটকে গমন । ফল- ছত্রভঙ্গ । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। দশমী কৃত্য । দশেরা।
ব্যাঙ্গালুরুতে (কর্ণাটক) শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০)
( ভারতীয় প্রমাণ সময়নুযায়ী)
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক, ( ভাঃ ২৮শে আশ্বিন) ইং ২০শে অক্টোবর, শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৬ । ১৪ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৫, পূর্ব্বাহ্ন ঘ ১০ । ২ ষষ্ঠীরাত্রি ঘ ৯ । ৮ পর্য্যন্ত । শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৯ । ৬ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস ।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক, ( ভাঃ ২৯ শে আশ্বিন ) ইং ২১ শে অক্টোবর , শনিবার – সূর্য্যোদয় ঘ ৬ । ১৪ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৪ , পূর্ব্বাহ্ন ঘ ১০ । ২ সপ্তমী রাত্রী ঘ ৭ । ২১ পর্য্যন্ত । শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে , ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ৪০ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রকা প্রবেশ , স্থাপ্ন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে আগমন । ফল- ছত্রভঙ্গ রাত্রি ঘ ১১ । ৩৩ গতে ১২ । ২১ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা ।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক,(ভাঃ ৩০শে আশ্বিন ) ইং ২২ শে অক্টোবর, রবিবার – সূর্য্যোদয় ঘ ৬ । ১৫ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৪, পূর্ব্বাহ্ন ঘ ১০ । ৩ মহাষ্টমী অপরাহ্ন ঘ ৫ । ১৮ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ , কেবল মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা । পুর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস । অপরাহ্ন ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক, (ভাঃ ১লা কার্তিক ) ইং ২৩ শে অক্টোবর, সোমবার – সূর্য্যোদয় ঘ ৬ । ১৫, সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৩ , পূর্ব্বাহ্ন ঘ ১০ । ২ মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ৪ মধ্যে পুনঃ দিবা ঘ ৯ । ৬ গতে পূর্ব্বাহ্ন মধ্যে )শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,( ভাঃ ২রা কার্তিক ) ইং ২৪শে অক্টোবর , মঙ্গলবার -সুর্য্যোদয় ঘ৬ । ১৫ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৩ পূর্ব্বাহ্ন ঘ ১০ । ২ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ । ৪১ মধ্যে পুনঃদিবা ঘ ৯ । ১৬ গতে পূর্ব্বাহ্ন মধ্যে )শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা । বিজয়াদশমীকৃত্য। দশেরা।
গুয়াহাটিতে (অসম) শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০)
( ভারতীয় প্রমাণ সময়নুযায়ী)
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক,( ভাঃ ২৮ শে আশ্বিন ) ইং ২০ শে অক্টোবর,শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৫ । ২৮,সুর্য্যাস্ত ঘ ৪ । ৪৮, পূর্ব্বাহ্ন ঘ ৯ ।১৬ ষষ্ঠী রাত্রি ঘ ৯ । ১৮ পর্য্যন্ত। শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ২০ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক,( ভাঃ ২৯শে আশ্বিন ) ইং ২১ শে অক্টোবর, শনিবার – সূর্য্যোদয় ঘ ৫ । ২৮ সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৭ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা । পূর্ব্বাহ্ন মধ্যর চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৬ । ৫৪ গতে পূর্ব্বাহ্ন মধ্যে )শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন , সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে আগমন । ফল- ছত্রভঙ্গ । রাত্রি ঘ ১০ । ৪৭ গতে ১১ । ৩৫ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা ।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক, (ভাঃ ৩০শে আশ্বিন) ইং ২২ শে অক্টোবর , রবিবার – সূর্য্যোদয় ঘ ৫ । ২৯, সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৬ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫ । ১৮ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস। সন্ধ্যা ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ। সন্ধ্যা ঘ ৫ । ১৮ গতে বলিদান। রাত্রি ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক, (ভাঃ ১লা কার্তিক ) ইং ২৩ শে অক্টোবর, সোমবার – সূর্যদ্যোয় ঘ ৫ । ৩০, সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৫, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরধে দিবা ঘ ৬ । ৫৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ২১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ)। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,(ভাঃ ২রা কার্তিক ), ইং ২৪শে অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৫ । ৩০ সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৪ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ বিজয়দশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( বারবেলানুরোধে দিবা ঘ ৬ । ৫৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ২১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য । দশেরা।
আগরতলা ( ত্রিপুরা) শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নিঘণ্ট ২০২৩ (১৪৩০)
( ভারতীয় প্রমাণ সময়নুযায়ী )
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক,( ভাঃ ২৮শে আশ্বিন) ইং ২০ শে অক্টোবর ,শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৫ ।২৮, সূর্য্যাস্ত ঘ ৪ । ৫২ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৬ ষষ্ঠী রাত্রি ঘ ৯ । ৮ পর্য্যন্ত। শ্রী শ্রী দুর্গাষষ্ঠী । পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ২০ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ)। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক,( ভাঃ ২৯ শে আশ্বিন) ইং ২১ শে অক্টোবর, শনিবার – সর্য্যোদয় ঘ ৫ । ২৮ সূর্য্যাস্ত ঘ ৪ । ৫১, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৬ সপ্তমী রাত্রি ঘ ৭ । ২১ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৬ । ৫৪ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর ঘোটকে আগমন। ফল – ছত্রভঙ্গ । রাত্রি ঘ ১০ । ৪৭ গতে ১১ । ৩৫ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক ( ভাঃ ৩০শে আশ্বিন ) ইং ২২শে অক্টোবর, রবিবার – সুর্য্যোদয় ঘ ৫ । ২৯, সূর্য্যাস্ত ঘ ৪ । ৫০ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫ । ১৮ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস। সন্ধ্যা ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ । সন্ধ্যা ঘ ৫ । ১৮ গতে বলিদান। রাত্রি ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক ( ভাঃ ১লা কার্তিক) ইং ২৩ শে অক্টোবর, সোমবার – সূর্য্যোদয় ঘ ৫ । ২৯, সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৯ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৬ মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৬ । ৫৫ মধ্যে পূনঃ দিবা ঘ ৮ । ২০ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত, ( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু ন সন্মতঃ) পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,( ভাঃ২রা কার্তিক ), ইং ২৪শে অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৫ । ৩০ সূর্য্যাস্ত ঘ ৪ । ৪৯ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১৭ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৬ । ৫৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ২১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা (অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে গমন। ফল – ছত্রভঙ্গ কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য দশেরা।
পোর্টব্লেয়ারে ( আন্দামান ও নিকোবর ) শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘন্ট ২০২৩ (১৪৩০)
( ভারতীয় প্রমান সময়ানুযায়ী )
শ্রী শ্রী মহাষষ্ঠী
২ রা কার্তিক,(ভাঃ ২৮শে আশ্বিন ),ইং ২০ শে অক্টোবর, শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৫ । ১৩ সূর্য্যাস্ত ঘ ৪ । ৫৬ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১ ষষ্ঠীরাত্রি ঘ ৯ । ৮ পর্য্যন্ত । শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ৫ মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) সায়ংকালে দেবীর বোধ্ম, আমন্ত্রণ ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক, ( ভাঃ ২৯ শে আশ্বিন), ইং ২১ শে অক্টোবর, শনিবার -সূর্য্যোদয় ঘ ৫ । ১৪, সূর্য্যাস্ত ঘ ৪ । ৫৬, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ২ সপ্তমী রাত্রি ঘ ৭ । ২১ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নেও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবাঘ ৬ । ৪০ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ রাত্রি ঘ ১০ । ৩৩ গতে ১১ । ২১ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ ঠা কার্তিক,(ভাঃ ৩০শে আশ্বিন), ইং ২২ শে অক্টোবর, রবিবার – সূর্য্যোদয় ঘ ৫ । ১৪, সূর্য্যাস্ত ঘ ৪ । ৫৫ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ২ মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫ । ১৮ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস । সন্ধ্যা ঘ ৪ । ৫৪ গতে সন্ধিপূজারম্ভ । সন্ধ্যা ঘ ৫ । ১৮ গতে বলিদান। রাত্রি ঘ ৫ । ৪২ মধ্যে সন্ধিপূজাক সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক,( ভাঃ ১ লা কার্তিক) ইং ২৩ শে অক্টোবর , সোমবার – সুর্য্যোদয় ঘ ৫ । ১৪ সূর্য্যাস্ত ঘ ৪ । ৫৫ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১ । মহানবমী দিবা ঘ ৩ । ৪ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৬ । ৪০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক, ( ভাঃ ২ রা কার্তিক ) ইং ২৪শ্ব অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৫ । ১৪ সূর্য্যাস্ত ঘ ৪ । ৫৪ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ১ বিজয়াদশমী দিবা ঘ ১২ । ৪২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৬ । ৪০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে গমন। ফল – ছত্রভঙ্গ । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য দশেরা।
ঢাকায় (বাংলাদেশ ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘন্ট ২০২৩ (১৪৩০)
(বাংলাদেশের স্থানীয় সময়ানুযায়ী )
শ্রী শ্রী মহাষষ্ঠী
২রা কার্তিক,(ভাঃ ২৮শে আশ্বিন), ইং ২০শে অক্টোবর, শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৬ । ১ সূর্য্যাস্ত ঘ ৫ । ২৫ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৪৯ ষষ্ঠী রাত্রি ঘ ৯ । ৩৮ পর্য্যন্ত। শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮ । ৫৩ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, (অত্রকৃত্য বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস ।
শ্রী শ্রী মহাসপ্তমী
৩রা কার্তিক, ( ভাঃ ২৯ শে আশ্বিন),ইং ২১ শে অক্টোবর, শনিবার _ সূর্য্যোদয় ঘ ৬ । ২ সূর্য্যাস্ত ঘ ৫ । ২৪ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫০ সপ্তমী রাত্রি ঘ ৭ । ৫১ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ২৮ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা, (অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর ঘোটকে আগমন। ফল – ছত্রভঙ্গ । রাত্রি ঘ ১১ । ২১ গতে ১২ । ৯ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
৪ঠা কার্তিক,( ভাঃ ৩০শে আশ্বিন) ইং ২২শে অক্টোবর, রবিবার – সূর্য্যোদয় ঘ ৬ । ২ সূর্য্যাস্ত ঘ ৫ । ২৩, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫০ মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫ । ৪৮ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস। সন্ধ্যা ঘ ৫ । ২৪ গতে সন্ধিপূজারম্ভ। সন্ধ্যা ঘ ৫ । ৪৮ গতে বলিদান। রাত্রি ঘ ৬ । ১২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
৫ই কার্তিক, ( ভাঃ ১লা কার্তিক), ইং ২৩শে অক্টোবর, সোমবার – সূর্য্যোদয় ঘ ৬ । ৩ সূর্য্যাস্ত ঘ ৫ । ২৩, পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫০ মহানবমী দিবা ঘ ৩ । ৩৪ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ । ২৯ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫৪ গতে পূর্ব্বাহ্ন মধ্যে )শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ( অত্রকৃত্য কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
৬ই কার্তিক,( ভাঃ ২ রা কার্তিক ) ইং ২৪শে অক্টোবর, মঙ্গলবার- সূর্য্যোদয় ঘ ৬ । ৩ সূর্য্যস্ত ঘ ৫ । ২২ পূর্ব্বাহ্ন ঘ ৯ । ৫০ বিজয়াদশমী দিবা ঘ ১ । ১২ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ । ২৯ মধ্যে পুনঃ দিবা ঘ ৮ । ৫৪ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )। দেবীর ঘোটকে গমন । ফল – ছত্রভঙ্গ । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা । বিজয়াদশমীকৃত্য। দশেরা ।
ওয়াশিংটনে ( আমেরিকায় ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট) ২০২৩ (১৪৩০)
(ওয়াশিংটনের স্থানীয় সময়ানুযায়ী )
শ্রী শ্রী মহাষষ্ঠী
১৯শে অক্টোবর, বৃহস্পতিবার – সূর্য্যোদয় ঘ ৭ । ২১ সূর্য্যাস্ত ঘ ৬ । ২৪ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১০ পঞ্চমী দিবা ঘ ১ । ৪ পর্য্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন ।
শ্রী শ্রী মহাসপ্তমী
২০শে অক্টোবর,শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৭ । ২২ সূর্য্যাস্ত ঘ ৬ । ২২ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১১ ষষ্ঠী দিবা ঘ ১১ । ৩৮ পর্য্যন্ত । শ্রী শ্রী দুর্গাষষ্ঠী পূর্ব্বাহ্ণ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ১০ । ১৫ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা ( অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস।
শ্রী শ্রী মহাষ্ঠমী
২১ শে অক্টোবর , শনিবার – সূর্য্যোদয় ঘ ৭ । ২৩ সূর্য্যাস্ত ৬ । ২১ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১১ সপ্তমী দিবা ঘ ৯ । ৫১ পর্য্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা । সপ্তমী তিথির অনুরোধে দিবা ঘ ৯ । ৫১ চরলগ্নে ও চরণবাংশে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ৮ । ৫০ গতে ৯ । ৫১ মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ , স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা ।( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ ) দেবীর ঘোটকে আগমন । ফল – ছত্রভঙ্গ। দিবা ঘ ৯ । ৫১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ , কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা । দিবা ঘ ৯ । ৫১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতপবাস । রাত্রি ঘ ১২ । ৪৩ গতে ১ । ৩১ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহানবমী
২২শে অক্টোবর ,রবিবার – সুর্য্যোদয় ঘ ৭ । ২৪ সূর্য্যাস্ত ঘ ৬ । ২০ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১২ মহাষ্টমী প্রাতঃ ঘ ৭ । ৪৮ পরে মহানবমী শেষরাত্রি ঘ ৫ । ৩৪ পর্য্যন্ত। প্রাতঃ ঘ ৭ । ২৪ গতে সন্ধিপূজারম্ভ প্রাতঃ ৭ । ৪৮ গতে বলিদান । দিবা ঘ ৮ । ১২ মধ্যে সন্ধিপূজা সমাপন । সন্ধিপূজানুরোধে দিবা ঘ ৮ । ১২ গতে পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত । দিবা ঘ ৮ । ১২ গতে পূর্ব্বাহ্ন মধ্যে বিরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
শ্রী শ্রী বিজয়াদশমী
২৩ শে অক্টোবর , সোমবার -সূর্য্যোদয় ঘ ৭ । ২৫ সুর্য্যাস্ত ঘ ৬ । ১৮ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১৩ বিজয়াদশমী রাত্রি ঘ ৩ । ১২ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮ । ৫২ মধ্যে পুনঃ দিবা ঘ ১০ । ১৭ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা , ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর গজে গমন । ফল – শস্যপুর্ণা বসুন্ধরা । বিজয়াদশমীকৃত্য । কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা । দশেরা।
লন্ডনে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০)
( লন্ডনের স্থানীয় সময়ানুযায়ী)
শ্রী শ্রী পঞ্চমী
১৯ শে অক্টোবর, বৃহস্পতিবার – সূর্য্যোদয় ঘ ৭ । ৩১ সূর্য্যাস্ত ৫ । ৫৮ , পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১৮ পঞ্চমী সন্ধ্যা ঘ ৬ । ৪ পর্য্যন্ত ।
শ্রী শ্রী মহাষষ্ঠী
২০ শে অক্টোবর, শুক্রবার – সূর্য্যোদয় ঘ ৭ । ৩২ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৭ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১৯ । ষষ্ঠী অপরাহ্ন ঘ ৪ । ৩৮ পর্য্যন্ত শ্রী শ্রী দুর্গাষষ্ঠী । পূর্ব্বাহ্ন মধ্যে , কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ১০ । ২৫ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন, ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ)। সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস।
শ্রী শ্রী মহাসপ্তমী
২১শে অক্টোবর, শনিবার- সূর্য্যোদয় ঘ ৭ । ৩২ সুর্য্যাস্ত ঘ ৫ । ৫৬ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ১৯ সপ্তমঈ দিবা ঘ ২ । ৫১ পর্য্যন্ত । শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা । পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে , ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৯ । ১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে ) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পাম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা, ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ) দেবীর ঘোতকে আগমন। ফল -ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১২ । ৫৪ গতে ১ । ৪২ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
শ্রী শ্রী মহাষ্ঠমী
২২শে অক্টোবর, রবিবার – সূর্য্যোদয় ঘ ৭ । ৩২ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫৪ পূর্ব্বাহ্ন ঘ ১০ । ২০ মহাষ্টমী দিবা ঘ ১২ । ৪৮ পর্য্যন্ত । পূর্ব্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ , কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা । পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস। দিবা ঘ ১২ । ২৪ গতে সন্ধিপূজারম্ভ । দিবা ঘ ১২ । ৪৮ গতে বলিদান। দিবা ঘ ১ । ১২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
শ্রী শ্রী মহানবমী
২৩ শে অক্টোবর, সোমবার -সূর্য্যোদয় ঘ ৭ । ৩৪ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫২ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ২০ মহানবমী দিবা ঘ ১০ । ৩৪ পর্য্যন্ত । নবমীতিথির অনুরোধে দিবা ঘ ১০ । ৩৪ মধ্যে ( কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৯ । ৩ মধ্যে পুনঃ দিবা ঘ ১০ । ২৯ গতে ১০ । ৩৪ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত । ( অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ )
শ্রী শ্রী বিজয়াদশমী
২৪শে অক্টোবর, মঙ্গলবার – সূর্য্যোদয় ঘ ৭ । ৩৬ সূর্য্যাস্ত ঘ ৫ । ৫০ পূর্ব্বাহ্ন ঘ ১১ । ২১ বিজয়াদশমী দিবা ঘ ৮ । ১২ পর্য্যন্ত । দশমীতিথির অনুরোধে দিবা ঘ ৮ । ১২ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা । দেবীর ঘোটকে গমন। ফল – ছত্রভঙ্গ কুলাচারানুসারে বিসর্জ্জানান্তে অপরাজিতা পূজা বিজয়াদশমীকৃত্য দশেরা।
দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০) নির্ধারণে স্থানীয় তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের দুর্গাপুজো সকলের অনেক অনেক কাটুক, সকলেই সুন্দরভাবে আদ্যাশক্তি মহামায়ার অকাল বোধন উপভোগ করুন প্রাণ ভরে।
**দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২৩ (১৪৩০) নির্ধারণে বেনীমাধব শীলের ফুল পঞ্জিকার সাহায্য নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
- একাদশী তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী]
- একাদশী তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশ]
- পূর্ণিমা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- পূর্ণিমা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশ সময় অনুযায়ী ||
- অমাবস্যা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- অমাবস্যা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||