You are currently viewing অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ  || Amarnath Yatra || Frozen Shivling ||

অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ || Amarnath Yatra || Frozen Shivling ||

অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ (Amarnath Yatra & Frozen Shivling ) :অমরনাথ যাত্রা হল পবিত্র এক গুহায় বরফের শিবলিঙ্গ দর্শন। অত্যন্ত দূর্গম এই পর্বতে বসেই দেবাদিদেব পার্বতীকে অমরত্বের জ্ঞান দিয়েছিলেন। এই যাত্রায় জোড়া কবুতর দেখতে পেলে পাপ মোচন হয়। ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত একটি শৈব তীর্থ হচ্ছে অমরনাথ গুহা। জম্মু ও কাশ্মীরের পহেলগাও শহর অতিক্রম করে দেখা মেলে এই তীর্থস্থানের। চারপাশে পাহাড় পর্বত পরিবেষ্টিত এই শৈব তীর্থ সারা বছর ধরেই ধবল তুষারে আবৃত থাকে। গ্রীষ্মকালে যখন সামান্য সময়ের জন্য এই তীর্থ পরিদর্শনের উপযোগী হয় তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুরু হয় অমরনাথ যাত্রা

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  লক্ষ্মণ কিভাবে ১৪ বছর একটানা জেগে ছিলেন? নিদ্রাদেবী ও উর্মিলার কাহিনী || Urmila and Nidra Devi ||

Leave a Reply