Ganpati/ Ganapati/ Ganesh/ গনেশ/ গণপতি ঠাকুরের মুর্তি রাখার নিয়ম জানতে হলে ভিডিওটি দেখুন। শাস্ত্র মতে বুধবার হল গনেশ ঠাকুরের দিন। এদিন মোদক, দুর্বা ঘাস, গাঁদা ফুল এবং কলা দিয়ে বাপ্পার আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করে। বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধা সরে যেতেও সময় লাগে না। গনপিতি বাপ্পার জন্মের কিছু সময় পর পিতার সঙ্গে যুদ্ধ এবং তার পর প্রথম পূজ্যের আসন লাভ করেন তিনি। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্ম সময়ের কারনে। শাস্ত্র মতে, ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়। তাই শাস্ত্রে এই চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনই সারা দেশে মহা ধুমধামের সাথে পালিত হয় গণেশ চতুর্থী। জ্যোতিষশাস্ত্রে চতুর্থীকে রিক্তা তিথি বলা হয়েছে, সে দিন কোনও শুভ কাজ হয় না। কিন্তু সে দিনই গণেশের জন্মদিন হওয়ায় চতুর্থীতে রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না এবং সমস্ত শুভ কাজ করা যায়। গনপতির মুর্তি স্থান পায় আমাদের বাসগৃহে, ঠাকুর ঘরে বা কর্মস্থলে। কিন্তু প্রশ্ন হল ঘরের কোন স্থানে রাখতে হবে গনেশ মূর্তিকে? কেমনই বা বাপ্পার মূর্তি? এই প্রশ্নের উত্তরগুলি না জেনে যদি কেউ গনেশ পুজো শুরু করে দেন, তাহলে কিন্তু কোনও ফলই মিলবে না, উল্টে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা যাবে বেড়ে। এখন প্রশ্ন হল কী কী নিয়ম মেনে বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করা উচিত, তা জানা যাবে বা কোথা থেকে? আপনার এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির সনাতন একপ্রেস। এই ভিডিওটি শেষ অব্দি দেখুন, আশা করছি এখান থেকেই আপনি পেয়ে যাবেন জীবনের অন্ধকার ভেদ করে আলোর পথের সন্ধান।