You are currently viewing আপনার বাড়ির মন্দিরে এই মুর্তি নেই তো? কোন মুর্তি কিভাবে রাখবেন?

আপনার বাড়ির মন্দিরে এই মুর্তি নেই তো? কোন মুর্তি কিভাবে রাখবেন?

আপনার বাড়ির মন্দিরে এই মুর্তি নেই তো? কোন মুর্তি কিভাবে রাখবেন? : ভারতীয় ঐতিহ্যে মুর্তি পূজা এক অতি সাধারণ ব্যাপার। অন্য ধর্মের বিন্দু থেকে এই মুর্তি পূজাকে যত আজবই লাগুক না কেন, বাড়ির ঠাকুরঘরে রাখা মূর্তি ক্রমে যেন পরিবারেরই একজন হয়ে ওঠে। সে আর ‘দূরের ঈশ্বর’ থেকে না। কিন্তু যে কোনও মূর্তি, যে কোনও অবস্থাতেই কী পূজ্য? সনাতন ধর্ম ও ভারতীয় পরম্পরা মূর্তিপূজার বিষয়ে কিছু সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয়। সনাতন ধর্ম মতে, যে কোনও মূর্তি যে কোনও অবস্থাতে পূজা করা যায় না। কারণ, এতে হিতে বিপরীত হয়। ঈশ্বর উপাসনা করতে গিয়ে জেগে উঠতে পারে অশুভ শক্তি, বিনষ্ট হতে পারে আপনার অর্জিত সবকিছু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন কোন মুর্তি কিভাবে রাখবেন এবং কোনটি মোটেও রাখা যাবে না।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কৃষ্ণের আগে কেন রাধার আরাধনা করা হয়? রাধে রাধে

Leave a Reply