You are currently viewing তারাপীঠ-পুরীতে কি ঘটছে এসব? অশনিসংকেত নয় তো?

তারাপীঠ-পুরীতে কি ঘটছে এসব? অশনিসংকেত নয় তো?

তারাপীঠ-পুরীতে কি ঘটছে এসব? অশনিসংকেত নয় তো? What’s happening in Tarapith and Puri Jagannath Temple? আজকের গোটা পৃথিবী কাঁপছে অদৃশ্য ও ভয়ংকর এক শত্রুর ভয়ে। দেশে দেশে চলছে শোকের মাতম, মৃত্যুর মিছিল, লকডাউন, এবং কারফু। নিতান্ত নাস্তিকরাও আজ সৃষ্টিকর্তার চরনতলে পতিত হয়ে খুজছেন আশার বাণী। কিন্তু ঈশ্বর কি বার্তা দিলেন আমাদেরকে? তারপীঠ- পুরীতে আগুন! সারা বিশ্ব যখন প্রাণভয়ে ত্রাহি ত্রাহি রব তুলেছে ঠিক সেই সময়ে মাত্র ১১ দিনের ব্যাবধানে ঘটে গেল দু দুটি গুরুত্বপুর্ণ ঘটনা। বামাক্ষ্যাপার স্মৃতিবিজড়িত তারাপীঠ এবং জগন্নাথ বলরাম সুভদ্রার জগন্নাথ মন্দির যুগ যুগ ধরে আমাদের কাছে মহাপবিত্র পুণ্যভূমি ও তীর্থক্ষেত্র। সেই পবিত্র ভুমিতে এই ঘটনাগুলোকে মোটেও শুভ সংকেত হিসেবে দেখছেন না ধর্মজ্ঞরা।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কেন ও কিভাবে রাখবেন গণেশের মুর্তি। বাড়িতে গণপতি থাকলে অবশ্যই দেখুন

Leave a Reply