You are currently viewing দেবী দুর্গা গজ, ঘোটক, নৌকা ও দোলায় যাতায়াত করেন কেন?

দেবী দুর্গা গজ, ঘোটক, নৌকা ও দোলায় যাতায়াত করেন কেন?

দেবী দুর্গা গজ, ঘোটক, নৌকা ও দোলায় আসা যাওয়া করেন কেন: নতুন বছরের পঞ্জিকাটা খুলেই আপনার আমার মত বাঙালীর প্রথম কাজ দুর্গা পুজার দিন তারিখ ও নির্ঘন্ট দেখা। একইসাথে দেবীর আগমন ও গমনের মাধ্যম তথা গজ, ঘোটক, নৌকা, দোলা ইত্যাদিও সমান গুরুত্ব পায় আপামর বাঙালীর কাছে। এছাড়াও এসকল মাধ্যম বা যানবাহনে দেবীর আগমন ও গমনের ফলাফল নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা। কখনো কি ভেবে দেখেছেন, কিভাবে নির্ধারিত হয় দেবীর আগমন ও গমনের এসব বাহন? আবার কেনই বা বেশিরভাগ সময় অশুভ ফল নিয়ে আসেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা? আপনি আমি না ভাবলেও পুরাকালের মুনি, ঋষি ও পণ্ডিতেরাও ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন। মায়ের আগমন ও গমন এবং পুজোর সময়ও প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু, ধ্বংস-এই সমস্ত অশুভ ঘটনার কারণ কী? তাঁরা আরও ভেবেছিলেন, শুভ ঘটনার চেয়ে অশুভ ঘটনার প্রাধান্যই বা কেন বেশী থাকে, এবং দেব-দেবীরা এই ব্যাপারে নিরব কেন? আজ সনাতন এক্সপ্রেসের এই বিষেষ আয়োজনে আপনার জন্য রয়েছে এসকল যাবতীয় প্রশ্নের উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এই নিগুড় তত্ব।

This Post Has One Comment

Leave a Reply