দেবী দুর্গা গজ, ঘোটক, নৌকা ও দোলায় আসা যাওয়া করেন কেন: নতুন বছরের পঞ্জিকাটা খুলেই আপনার আমার মত বাঙালীর প্রথম কাজ দুর্গা পুজার দিন তারিখ ও নির্ঘন্ট দেখা। একইসাথে দেবীর আগমন ও গমনের মাধ্যম তথা গজ, ঘোটক, নৌকা, দোলা ইত্যাদিও সমান গুরুত্ব পায় আপামর বাঙালীর কাছে। এছাড়াও এসকল মাধ্যম বা যানবাহনে দেবীর আগমন ও গমনের ফলাফল নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা। কখনো কি ভেবে দেখেছেন, কিভাবে নির্ধারিত হয় দেবীর আগমন ও গমনের এসব বাহন? আবার কেনই বা বেশিরভাগ সময় অশুভ ফল নিয়ে আসেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা? আপনি আমি না ভাবলেও পুরাকালের মুনি, ঋষি ও পণ্ডিতেরাও ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন। মায়ের আগমন ও গমন এবং পুজোর সময়ও প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু, ধ্বংস-এই সমস্ত অশুভ ঘটনার কারণ কী? তাঁরা আরও ভেবেছিলেন, শুভ ঘটনার চেয়ে অশুভ ঘটনার প্রাধান্যই বা কেন বেশী থাকে, এবং দেব-দেবীরা এই ব্যাপারে নিরব কেন? আজ সনাতন এক্সপ্রেসের এই বিষেষ আয়োজনে আপনার জন্য রয়েছে এসকল যাবতীয় প্রশ্নের উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এই নিগুড় তত্ব।

Pingback: দুর্গাপুজা ২০২১ সময়সূচী (বাংলা ১৪২৮) - সনাতন এক্সপ্রেস