You are currently viewing হিন্দু নারীর শাঁখা, সিঁদুর ও নোয়া পরিধান করা কতটা জরুরী?  Why Hindu Women Wear Shankha & Sindoor?

হিন্দু নারীর শাঁখা, সিঁদুর ও নোয়া পরিধান করা কতটা জরুরী? Why Hindu Women Wear Shankha & Sindoor?

হিন্দু নারীর শাঁখা, সিঁদুর ও নোয়া পরিধান করা কতটা জরুরী? Why Hindu Women Wear Shankha & Sindoor?: বিবাহিত বাঙালি হিন্দু নারীর এক অবিচ্ছেদ্য অলংকার শাঁখা নোয়া এবং সিঁদুর। যারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গ করেন তারা হিন্দু নারীর এই অহংকারকে নিয়েও ব্যাঙ্গ করতে ছাড়েন না। এমনকি আমরা সনাতনীরাও না জানার কারনে এসকল কটূক্তির প্রেক্ষিতে মৌনব্রত পালন করে থাকি। এছাড়াও তথাকথিত আধুনিক হিন্দু নারীরা শাখা সিঁদুর বর্জনকে নারীর স্বাধীনতা বা আধুনিকতার অংশ মনে করে থাকেন। মনে রাখবেন সনাতন ধর্মের প্রতিটি বিষয়ের পেছনেই কোন না কোন নিগুঢ় অর্থ বিদ্যমান। বাঙালী হিন্দু নারীর শাখা- নোয়া এবং সিঁদুর পরিধান করাও তেমনি এক গুরুত্বপুর্ণ সনাতনী বিধান। তাই এগুলোকে নিছক অলংকার বললে সেটা সম্পুর্ণ ভুল বলা হবে। যদিও আধুনিক কালে অনেক বিবাহিতাই শাঁখা নোয়া বা সিঁদুর পরাকে বাধ্যতামূলক মনে করেন না, তথাপি শাঁখা নোয়া ও সিঁদুর হিন্দু বাঙালি সধবা নারীর অন্যতম ভূষণ বলে আজও মনে করা হয়। কিন্তু আসল সমস্যাটা কোথায়? শ্বেত শাখা, রক্তিম সিঁদুর এবং নোয়া আসলে কি প্রকাশ করে? কেন প্রায় ৫০০০ বছরের পুরাতন এই হিন্দু সংস্কৃতি আজ বিলীন হওয়ার পথে? আসুন সত্যকে জানি, আবিষ্কার করি আমাদের সনাতনের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্যকে।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  এই ১০ বিখ্যাত ব্যাক্তিকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয় নি কেন?

Leave a Reply