কৃষ্ণের আগে কেন রাধার আরাধনা করা হয়? রাধে রাধে || Why Radhe Radhe Chanted? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের রাই আমাদের। শুক শারীর এই দ্বন্দ শুনেই আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা। এছাড়াও বৈষ্ণবদের মুখেও রাধে রাধে ধবনি শোনা যায় অহরহ। এমনই একবার সব জায়গায় রাধারানীর স্তুতি শুনে দেবর্ষি নারদ মনে মনে ভাবতে লাগলেন , আমিও তো ভগবানের একনিষ্ঠ ভক্ত এবং উনাকে অগাধ প্রেম করি , তাহলে কেউ আমার নাম কেন নেয়না ?কেন সবাই রাধে রাধে বলে? প্রিয় দর্শক চলুন জেনে আসি রাধারানীর এত স্তুতির কারন কি?
