You are currently viewing একাদশী তালিকা ২০২২ (১৪২৮-১৪২৯) || ব্রত উপবাস ও পারণের তালিকা || Ekadashi List 2022 ||

একাদশী তালিকা ২০২২ (১৪২৮-১৪২৯) || ব্রত উপবাস ও পারণের তালিকা || Ekadashi List 2022 ||

বাংলা পঞ্জিকা মতে একাদশী তালিকা ২০২২ (ekadashi list 2022) জানতে চান? তাহলে আপনার জন্য আমাদের আজকের আয়োজন। একটি বছরে মোট একাদশীর সংখ্যা ২৪টি। এগুলো হচ্ছে পৌষ পুত্রদা একাদশী, ষটতিলা একাদশী, ভৈমী বা জয়া একাদশী, বিজয়া একাদশী, আমলকী বা আমলকীব্রত একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, পাণ্ডবা বা নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী, কামিকা একাদশী, শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী, অন্নদা বা অজা একাদশী, পদ্মা বা প্বার্শ বা প্বার্শপরিবর্তনী বা জয়ন্তী একাদশী, ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী, রমা একাদশী, উত্থান বা প্রবোধিনী একাদশী, উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী। এছাড়াও কোন বছরে অধিমাস,পুরুষোত্তম মাস বা মলমাস থাকলে সেই মাসের একাদশী দুইটির নাম হয় পদ্মিনি ও পরমা। বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য এই একাদশীর তালিকা জানা অত্যন্ত জরুরী। তাই আসুন জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশের সময় অনুসারে ২০২২ সালের তথা বাংলা ১৪২৯-১৪২৯ সালের সঠিক, পূর্ণাঙ্গ ও নির্ভুল একাদশী তালিকা।

আলোচ্যসূচী

সঠিক, পূর্ণাঙ্গ ও নির্ভুল একাদশী তালিকা ২০২২ (১৪২৮-১৪২৯)

একাদশী (ekadashi) সকল প্রকার ব্রতের মধ্যে পবিত্রতম।  সনাতন বা হিন্দু ধর্মের অন্যান্য সকল ব্রত, আচার বা সংস্কারের মধ্যে একাদশী তিথি নিঃসন্দেহে উত্তম ব্রত। বৈষ্ণব সম্প্রদায়ে একাদশীকে বলা হয় সকল ব্রতের রাজা বা সকল ব্রত অপেক্ষা উত্তম। প্রায় প্রতি ১৫ দিন পর পর একাদশী তিথি একবার আসেন আমাদের পৃথিবীতে। আর এই পূণ্যলগ্নের মহেন্দ্রক্ষণে বৈষ্ণব পূণ্যার্থীরা এইএকাদশী  ব্রত নিষ্ঠা সহকারে পালন করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন তাঁর পাদপদ্মে ঠাই পাওয়ার জন্য। আর নিষ্ঠার সাথে একাদশী ব্রতের পালনকারীরা শ্রীকৃষ্ণের অপার আশির্বাদ ও করুণা লাভ করে থাকেন। তাই মূলত, ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি পাওয়ার জন্যই এই ব্রতের পালন করে থাকেন সকল ভক্তবৃন্দ। তাই একাদশী কবে, কখন বা পারণের সময়সূচী জানাও আমাদের জন্য অপরিহার্য। তাই আসুন নির্ভুলভাবে জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ইংরেজি ২০২২ (১৪২৮-১৪২৯) সালের সমস্ত একাদশীর শুরু, শেষ, উপবাস ও পারণের দিন-ক্ষণ, তিথি, সময়, তারিখ ও বারের তালিকা।

জানুয়ারী, ২০২২ (পৌষ / মাঘ, ১৪২৮) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ পৌষ পুত্রদা একাদশী ২০২২

পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পৌষ পুত্রদা একাদশী ব্রত। সর্বপাপবিনাশিনী এই একাদশী ব্রতের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং ভগবান শ্রীনারায়ণ। ত্রিলোকে পৌষ পুত্রদা একাদশীর মত শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রত পালনকারী শ্রীনারায়ণের কৃপায় বিদ্বান ও যশস্বী হয়ে ওঠেন। নিষ্ঠা ও ভক্তিসহকারে যারা এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করেন,তারা পুত্র সন্তান লাভ করে পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে থাকেন। এটি ছাড়াও শ্রাবণ পুত্রদা নামক আরও একটি পুত্র দানকারী ব্রত জগতে বিদ্যমান। এছাড়াও এই একাদশীর  ব্রত কথা শ্রবণ করে কীর্তনে অগ্নিষ্টোম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য এভাবেই বর্ণনা করা হয়েছে।

পৌষ পুত্রদা একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃপৌষ পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - পৌষ পুত্রদা একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পৌষ পুত্রদা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৭শে পৌষ, ১৪২৮) বুধবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট (18:46 PM) থেকে।
  • পৌষ পুত্রদা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) বৃহষ্পতিবার রাত্রি ৮টা ৩৭ মিনিট (20:37 PM) পর্যন্ত।
  • পৌষ পুত্রদা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) বৃহষ্পতিবার।
  • পৌষ পুত্রদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৪ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিটের (09:59 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পৌষ পুত্রদা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৭শে পৌষ, ১৪২৮) বুধবার সন্ধ্যা ৭টা ১৬ মিনিট (19:16 PM) থেকে।
  • পৌষ পুত্রদা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) বৃহষ্পতিবার রাত্রি ৯টা ০৭ মিনিট (21:07 PM) পর্যন্ত।
  • পৌষ পুত্রদা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) বৃহষ্পতিবার।
  • পৌষ পুত্রদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৪ই জানুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে পৌষ, ১৪২৮) শুক্রবার সকাল ১০টা ২৯ মিনিটের (10:29 AM) মধ্যে।

 

একাদশীর নামঃ ষটতিলা একাদশী ২০২২

ভবিষ্যোত্তর পুরাণ গ্রন্থ মতে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত একাদশী ব্রতের নাম ষটতিলা একাদশী। যিনি বা যারা এই ষটতিলা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবন ও পঠন করেন তাদের দারিদ্র্য দূর হয় এবং শারীরিক রোগ-ব্যাধি, মনঃকষ্ট, মানসিক পীড়া, দুর্ভাগ্য এবং দুর্গতি বিনষ্ট হয়। এই ব্রতের বিধি অনুসারে ব্রত পালনকারী তিল দান করলে তিনি অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পার্থিব সমস্ত পীড়া থেকে পরিত্রান পান। জগতের প্রসিদ্ধ বৈষ্ণবগণ এই ব্রত নিষ্ঠার সাথে পালন করার জন্য সমস্ত মনুষ্যকুলকে আহবান করে থাকেন। তাই আসুন আমরা সকলেই ২০২২ সালের ষটতিলা একাদশী বিধি মোতাবেক পালন করি। জগতের প্রতিপালক আমাদেরকে এই একাদশীর সমস্ত ফল প্রদান করুন।

আরও পড়ুনঃ  একাদশী তালিকা ২০২৪ (১৪৩০-১৪৩১) | ব্রত উপবাস ও পারণের সময়সূচী | Ekadashi List 2024 | [বাংলাদেশ ও ভারত]

ষটতিলা একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃ ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য

ষটতিলা একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • ষটতিলা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৭ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৩ই মাঘ, ১৪২৮) বৃহষ্পতিবার রাত্রি ১০টা ৪৬ মিনিট (10:46 PM) থেকে।
  • ষটতিলা একাদশী শেষঃ ইংরেজি ২৮ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই মাঘ, ১৪২৮) শুক্রবার রাত্রি ৮টা ২৭ মিনিট (08:27 PM) পর্যন্ত।
  • ষটতিলা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৮ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই মাঘ, ১৪২৮) শুক্রবার।
  • ষটতিলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৯ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৫ই মাঘ, ১৪২৮) শনিবার সকাল ১০টা ০২ মিনিটের (10:02 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • ষটতিলা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৭ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৩ই মাঘ, ১৪২৮) বৃহষ্পতিবার রাত্রি ১১টা ১৬ মিনিট (23:16 PM) থেকে।
  • ষটতিলা একাদশী শেষঃ ইংরেজি ২৮ই জানুয়ারী, ২০২২ (বাংলা ১৪ই মাঘ, ১৪২৮) শুক্রবার রাত্রি ৮টা ৫৭ মিনিট (08:57 PM) পর্যন্ত।
  • ষটতিলা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৮ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই মাঘ, ১৪২৮) শুক্রবার।
  • ষটতিলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৯ই জানুয়ারী, ২০২২, (বাংলা ১৫ই মাঘ, ১৪২৮) শনিবার সকাল ১০টা ৩২ মিনিটের (10:32 AM) মধ্যে।

 

একাদশী তালিকা ২০২২ঃ ফেব্রুয়ারী, ২০২২ (মাঘ / ফাল্গুন, ১৪২৮) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ ভৈমী বা জয়া একাদশী ২০২২

ষটতিলা একাদশীর ন্যায় ভৈমী বা জয়া একাদশী সম্পর্কে বিস্তারির বর্ণনা পাওয়া যায় ভবিষ্যোত্তর পুরাণে। এই গ্রন্থে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটিকে জয়া একাদশী ব্রত বা ভৈমী একাদশী ব্রত নামে নামাঙ্কিত করা হয়েছে। এখানে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদের মাধ্যমে বর্ণিত হয়েছে ভৈমী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। শ্রী শ্রী গরুড় পুরাণ গ্রন্থে মাঘী শুক্লাপক্ষীয়া এই গুরুত্বপূর্ণ একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে সম্বোধিত  হয়েছে। এছাড়াও বিভিন্ন পুরাণে এই একাদশী তিথিকে বিভিন্ন নামে অভিহিত করতে দেখা যায়। পদ্মপুরাণ মোতাবেক,  জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নামই পান্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী।  এই তিথি সর্বপাপবিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না।এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুন্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়।

এই একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃ ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য

ভৈমী একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • জয়া বা ভৈমী একাদশী আরম্ভঃ ১১ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে মাঘ, ১৪২৮) শুক্রবার দুপুর ২টা ১১ মিনিট (14:11 PM) থেকে।
  • জয়া বা ভৈমী একাদশী শেষঃ ১২ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ২৯শে মাঘ, ১৪২৮) শনিবার বিকাল ৪টা ২০ মিনিট (16:20 PM) পর্যন্ত।
  • জয়া বা ভৈমী একাদশীর উপবাসঃ ১২ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ২৯শে মাঘ, ১৪২৮) শনিবার।
  • জয়া বা ভৈমী একাদশীর পারণের সময়ঃ ১৩ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ৩০শে মাঘ, ১৪২৮) রবিবার সকাল ১০টা ০০ মিনিটের (10:00 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • জয়া বা ভৈমী একাদশী আরম্ভঃ ১১ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ২৮শে মাঘ, ১৪২৮) শুক্রবার দুপুর ২টা ৪১ মিনিট (14:41 PM) থেকে।
  • জয়া বা ভৈমী একাদশী শেষঃ ১২ই ফেব্রুয়ারী, ২০২২,(বাংলা ২৯শে মাঘ, ১৪২৮) শনিবার বিকাল ৪টা ৫০ মিনিট (16:50 PM) পর্যন্ত।
  • জয়া বা ভৈমী একাদশীর উপবাসঃ ১২ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ২৯শে মাঘ, ১৪২৮) শনিবার।
  • জয়া বা ভৈমী একাদশীর পারণের সময়ঃ ১৩ই ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ৩০শে মাঘ, ১৪২৮) রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের (10:30 AM) মধ্যে।

 

একাদশীর নামঃ বিজয়া একাদশী ২০২২

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় বিজয়া একাদশী। এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। এই মহাপবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে বিজয় দান করে বলে বিজয়া একাদশী ব্রত নামে ত্রিভুবনে প্রসিদ্ধ। যথাবিধি এবং শাস্ত্র অনুসারে যে বা যারা এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন তাদের এই জগতে অনায়াসে জয়লাভ এবং পরজগতে অক্ষয়-অনন্ত সুখ সুনিশ্চিত । এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথার শ্রবণ-কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আসুন আমরা সবাই বিজয়া একাদশী পালন করে ইহজগত ও পরজগতে বিয়য় অর্জন করি।

বিজয়া একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃ বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - বিজয়া একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • বিজয়া একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৩ই ফাল্গুন, ১৪২৮) শনিবার সকাল ৮টা ৫১ মিনিট (08:51 AM) থেকে।
  • বিজয়া একাদশী শেষঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪২৮) রবিবার সকাল ৬টা ৩১ মিনিট (06:31 AM) পর্যন্ত।
  • বিজয়া একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪২৮) রবিবার।
  • বিজয়া একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪২৮) সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটের (09:55 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • বিজয়া একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৩ই ফাল্গুন, ১৪২৮) শনিবার সকাল ৯টা ২১ মিনিট (09:21 AM) থেকে।
  • বিজয়া একাদশী শেষঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪২৮) রবিবার সকাল ৭টা ০১ মিনিট (07:01 AM) পর্যন্ত।
  • বিজয়া একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪২৮) রবিবার।
  • বিজয়া একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২২, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪২৮) সোমবার সকাল ১০টা ২৫ মিনিটের (10:25 AM) মধ্যে।

 

মার্চ, ২০২২ (ফাল্গুন / চৈত্র, ১৪২৮ / ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ আমলকী বা আমলকীব্রত একাদশী ২০২২

ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়।পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেরই কারণসমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকী বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গো-দানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা-প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা, ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। যে মানুষ এই পরমউত্তম আমলকী একাদশী ব্রত পালন করেন তিনি নিসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন

আমলকী একাদশী ব্রত সম্পর্কে আরও জানতে পড়ুনঃ আমলকী বা আমলকীব্রত একাদশীর ব্রত মাহাত্ম্য

আমলকী একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • আমলকী/আমলকীব্রত একাদশী আরম্ভঃ ইংরেজি ১৩ই মার্চ, ২০২২ (বাংলা ২৮শে ফাল্গুন, ১৪২৮) রবিবার সকাল ৮টা ৫৯ মিনিট (08:59 AM) থেকে।
  • আমলকী/আমলকীব্রত একাদশী শেষঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২২, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪২৮) সোমবার সকাল ১০টা ৪৩ মিনিট (10:43 AM) থেকে।
  • আমলকী/আমলকীব্রত একাদশীর উপবাসঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২২, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪২৮) সোমবার।
  • আমলকী/আমলকীব্রত একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২২, (বাংলা ৩০শে ফাল্গুন, ১৪২৮) মঙ্গলবার সকাল ৯টা ৪৮ মিনিটের (09:48 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • আমলকী/আমলকীব্রত একাদশী আরম্ভঃ ইংরেজি ১৩ই মার্চ, ২০২২, (বাংলা ২৮শে ফাল্গুন, ১৪২৮) রবিবার সকাল ৯টা ২৯ মিনিট (09:29 AM) থেকে।
  • আমলকী/আমলকীব্রত একাদশী শেষঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২২, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪২৮) সোমবার সকাল ১১টা ১৩ মিনিট (11:13 AM) থেকে।
  • আমলকী/আমলকীব্রত একাদশীর উপবাসঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২২, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪২৮) সোমবার।
  • আমলকী/আমলকীব্রত একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২২, (বাংলা ৩০শে ফাল্গুন, ১৪২৮) মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটের (10:18 AM) মধ্যে।

একাদশীর নামঃ পাপমোচনী একাদশী ২০২২

পাপমোচনী একাদশী ব্রতের নাম শুনলেই বোঝা যায়, এই ব্রতের ফলে পর্বত পরিমাণ পাপ বিনষ্ট হয়। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। যারা এই পাপমোচনী একাদশী পালন করেন, তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই শুদ্ধাত্মা ও ভগবান বিষ্ণুর ভক্তগণ মহা সমারোহে এই পাপমোচনী একাদশী পালন করে থাকেন। কারন, জগতে এত শক্তিশালী ব্রত আর নেই। আসুন আমরা সকলেই পাপমোচনী একাদশী ব্রত পালন করি ও এই একাদশীর মাহাত্ম্য তথা ব্রত কথা শ্রবণ করে স্বার্থক হই।

পাপমোচনী একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃ পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য

পাপমোচনী একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাপমোচনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৭শে মার্চ, ২০২২, (বাংলা ১২ই চৈত্র, ১৪২৮) রবিবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিট (18:19 PM) থেকে।
  • পাপমোচনী একাদশী শেষঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২২, (বাংলা ১৩ই চৈত্র, ১৪২৮) সোমবার বিকাল ৪টা ১৮ মিনিট (16:18 PM) পর্যন্ত।
  • পাপমোচনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২২, (বাংলা ১৩ই চৈত্র, ১৪২৮) সোমবার।
  • পাপমোচনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২২, (বাংলা ১৪ই চৈত্র, ১৪২৮) মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটের (09:41 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাপমোচনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৭শে মার্চ, ২০২২, (বাংলা ১২ই চৈত্র, ১৪২৮) রবিবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট (18:49 PM) থেকে।
  • পাপমোচনী একাদশী শেষঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২২, (বাংলা ১৩ই চৈত্র, ১৪২৮) সোমবার বিকাল ৪টা ৪৮ মিনিট (16:48 PM) পর্যন্ত।
  • পাপমোচনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২২, (বাংলা ১৩ই চৈত্র, ১৪২৮) সোমবার।
  • পাপমোচনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২২, (বাংলা ১৪ই চৈত্র, ১৪২৮) মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটের (10:11 AM) মধ্যে।

 

এপ্রিল, ২০২২ (চৈত্র / বৈশাখ, ১৪২৮) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ কামদা একাদশী ২০২২

চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। এই ব্রত যত্নসহকারে সকলেরই পালন করা সকলেরই কর্ত্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিশাচত্ব মোচনকারী।  এছাড়াও কামদা একাদশী ব্রত পালন করে সমস্ত প্রকার অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ ও পঠনেরও রয়েছে বিরাট ফল। কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে ও শ্রদ্ধাপুর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে এই ব্রতের ফল থেকে কেন মানুষ বঞ্চিত হবে?

কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ কামদা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - কামদা একাদশী ২০২২ (১৪২৮)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • কামদা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৭শে চৈত্র, ১৪২৮) সোমবার দিবাগত রাত্রি ১টা ৩৮ মিনিট (01:38 AM) থেকে।
  • কামদা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৮শে চৈত্র, ১৪২৮) মঙ্গলবার দিবাগত রাত্রি ২টা ২৯ মিনিট (02:29 AM) পর্যন্ত।
  • কামদা একাদশীর উপবাসঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৮শে চৈত্র, ১৪২৮) মঙ্গলবার।
  • কামদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৯শে চৈত্র, ১৪২৮) বুধবার সকাল ৮টা ৩০ মিনিট (08:30 AM) থেকে ৯টা ৩৩ মিনিটের (09:33 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • কামদা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৭শে চৈত্র, ১৪২৮) সোমবার দিবাগত রাত্রি ২টা ০৮ মিনিট (02:08 AM) থেকে।
  • কামদা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৮শে চৈত্র, ১৪২৮) মঙ্গলবার দিবাগত রাত্রি ২টা ৫৯ মিনিট (02:59 AM) পর্যন্ত।
  • কামদা একাদশীর উপবাসঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৮শে চৈত্র, ১৪২৮) মঙ্গলবার।
  • কামদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২২, (বাংলা ২৯শে চৈত্র, ১৪২৮) বুধবার সকাল ৯টা ০০ মিনিট (09:00 AM) থেকে ১০টা ০৩ মিনিটের (10:03 AM) মধ্যে।

 

একাদশীর নামঃ বরুথিনী একাদশী ২০২২

বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বরুথিনী নামে পরিচিত। সাধারন ভক্তবৃন্দের পাশাপাশি মহিলারাও এই ব্রত পালনে সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং মহিলাদের গর্ভাবস্থার যন্ত্রণা বনাশ করে। ভবিষ্যোত্তরপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে এই বরুথিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। পুরাণমতে, এই একাদশীটি নিষ্ঠাভরে ব্রত পালন করলে ইহলোক ও পরলোকে নির্মল সুখ লাভ হয়৷ এছাড়াও, এই ব্রতের প্রভাবে পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই ব্রত করার ফলে প্রাচীন রাজা মহারাজাগণ দিব্যধাম লাভ করেছেন এবং সেখানে পরমানন্দে বসবাস করছেন।

বৈষ্ণব মতে, স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন শ্রীহরির সন্তুষ্টি বিধান করার জন্য। যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে আরও বলা হচ্ছে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ করা যায়। যে ব্যক্তি এই ব্রত ভক্তি সহকারে পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্খিত ফল লাভ করেন। এছাড়াও, এই দিনে নিঃস্বার্থভাবে দান করলে করলে অপরিসীম পূর্ণ অর্জন করা যায়। এসকল দানের মধ্যে গজদান, ভূমিদান, তিলদান, স্বর্ণদান এবং অন্নদান অন্যতম। সনাতন সমাজের পণ্ডিতগণ কন্যাদানকে অন্নদানের সমতুল্য বলেও অভিমত পোষন করে থাকেন।

বরুথিনী একাদশী সম্পর্কে আরও জানতে আরও পড়ুনঃ  বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য

বরুথিনী একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • বরুথিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬ এপ্রিল,২০২২, (বাংলা ১১ই বৈশাখ, ১৪২৯) সোমবার দিবাগত রাত্রি ৩টা ৪২ মিনিট (03:42 AM) থেকে।
  • বরুথিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭ এপ্রিল, ২০২২, (বাংলা ১২ই বৈশাখ, ১৪২৯) মঙ্গলবার দিবাগত রাত্রি ২টা ১৯ মিনিট (02:19 AM) পর্যন্ত।
  • বরুথিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৬ এপ্রিল, ২০২২, (বাংলা ১২ই বৈশাখ,১৪২৯) মঙ্গলবার।
  • বরুথিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৭ এপ্রিল, ২০২২, (বাংলা ১৩ই বৈশাখ,১৪২৯) বুধবার সকাল ৯টা ২৭ মিনিটের (09:27 AM) মধ্যে।
আরও পড়ুনঃ  একাদশী তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশ]

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • বরুথিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে এপ্রিল,২০২২, (বাংলা ১২ই বৈশাখ, ১৪২৯) সোমবার দিবাগত রাত্রি ৪টা ১১ মিনিট (04:11 PM) থেকে।
  • বরুথিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২২, (বাংলা ১৩ই বৈশাখ, ১৪২৯) মঙ্গলবার দিবাগত রাত্রি ২টা ৪৭ মিনিট (02:47 PM) পর্যন্ত।
  • বরুথিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৬শে এপ্রিল, ২০২২, (বাংলা ১৩ই বৈশাখ,১৪২৯) মঙ্গলবার।
  • বরুথিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২২, (বাংলা ১৪ই বৈশাখ,১৪২৯) বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের (09:57 PM) মধ্যে।

 

মে, ২০২২ (বৈশাখ / জৈষ্ঠ্য, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ মোহিনী একাদশী ২০২২

বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় মোহিনী একাদশী। মোহিনী শব্দের অর্থ যা মানুষকে জড় জগতের প্রতি মোহাবিষ্ট করে তোলে। জড় জগতের প্রতি এই মিথ্যা মোহ-মায়া থেকে পরিত্রান করতেই ভগবান শ্রীবিষ্ণু মানুষকে মোহিনী একাদশী ব্রত পালনের সুযোগ দিয়েছে। এই মোহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ ক্ষয় হয়, দুঃখ বিনাশ হয় ও মিছে মোহজাল ছিন্ন  হয়। বৈষ্ণবগণ এই সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করে চিন্ময় ধামের প্রতি চিত্তকে প্রসারিত করেন। বলা হয়, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞানুষ্ঠান আয়োজন, তীর্থস্থান দর্শন, নিঃস্বার্থভাবে দান ইত্যাদি পূণ্যকর্মের ফল এই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এছাড়াও এই মোহিনী ব্রত কথা শ্রবণ করলে এবং এর মাহাত্ম্য কীর্তন করলে সহস্র পরিমান গাভীদান করার ফল লাভ হয়।

মোহিনী একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য জানতে আরও পড়ুনঃ মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য

মোহিনী একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • মোহিনী একাদশী আরম্ভঃ  ইংরেজি ১১ই মে, ২০২২, (বাংলা ২৭শে বৈশাখ, ১৪২৯) বুধবার দুপুর ৩টা ২৯ মিনিট (15:29 PM) থেকে।
  • মোহিনী একাদশী শেষঃ ইংরেজি ১২ই মে, ২০২২, (বাংলা ২৮শে বৈশাখ, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ৩টা ১৭ মিনিট (15:17 PM) পর্যন্ত।
  • মোহিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১২ই মে, ২০২২, (বাংলা ২৮শে বৈশাখ, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • মোহিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৩ই মে, ২০২২, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪২৯) শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটের (09:23 AM) মধ্যে ।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • মোহিনী একাদশী আরম্ভঃ  ইংরেজি ১১ই মে, ২০২২, (বাংলা ২৮শে বৈশাখ, ১৪২৯) বুধবার দুপুর ৩টা ৫৯ মিনিট (15:59 PM) থেকে।
  • মোহিনী একাদশী শেষঃ ইংরেজি ১২ই মে, ২০২২, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ৩টা ৪৫ মিনিট (15:45 PM) পর্যন্ত।
  • মোহিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১২ই মে, ২০২২, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • মোহিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১৩ই মে, ২০২২, (বাংলা ৩০শে বৈশাখ, ১৪২৯) শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটের (09:52 AM) মধ্যে ।

একাদশীর নামঃ অপরা একাদশী ২০২২

জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি জগতে অপরা একাদশী নামে খ্যাত। ব্রহ্মান্ডপুরাণে অপরা একাদশী সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। জগতের সমস্ত পাপী-তাপী এই ব্রত পালন করে উদ্ধার হতে পারেন। ব্রহ্মহত্যা, গোহত্যা,ভ্রুনহত্যা,পরনিন্দা, পরস্ত্রীগমন,মিথ্যাভাষন, যারা মিথ্যাসাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যাচিকিৎসায় রত থাকে, ইত্যাদি প্রকার গুরুতর অপরাধে দুষ্ট ব্যাক্তিরা স্বাক্ষাৎ নরক যন্ত্রনা থেকে রেহাই পেতে এই ব্রত পালন করে থাকেন। শুধু নরক যন্ত্রনা থেকে মুক্তিই নয়, এর প্রভাবে স্বর্গ্ধাম লাভ করে থাকেন তাঁরা। মূলত, বহু পূণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী ব্রতই হচ্ছে এই অপরা একাদশী ব্রত।

বলা হয়,  মকর রাশিতে সূৃর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিন্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায়, কুম্ভ মেলায় কেদারনাথ দর্শনে যে পূণ্য সঞ্চিত হয়, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়নকে ভক্তিভরে সেবা করলে যে মহাপূন্য লাভ হয়, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে অযুত পরিমান পুণ্য মেলে, হাতি-ঘোড়া-স্বর্ণ দানে যে ফ, লাভ হয়, এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, তার সবকিছুই এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ  করা যায়।

বলা হয় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের মূলে কুঠারের আঘাত স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূৃর্য সদৃশ এবং পাপহস্তির সম্মুখে সিংহসরূপ। এই ব্রত পালন না করে যে ব্যাক্তি জীবন ধারন করেন জলে বুদবুদের মতো তার জন্ম-মৃত্যুই কেবল সার হয়।অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই অপরা একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।

অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য

অপরা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • অপরা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৫শে মে, ২০২২, (বাংলা ১০ই জৈষ্ঠ্য, ১৪২৯) বুধবার দুপুর ১টা ৩৮ মিনিট (13:38 PM) থেকে।
  • অপরা একাদশী শেষঃ ইংরেজি ২৬শে মে, ২০২২, (বাংলা ১১ই জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ১টা ০৫ মিনিট (13:05 PM) পর্যন্ত।
  • অপরা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৬শে মে, ২০২২, (বাংলা ১১ই জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • অপরা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৭শে মে, ২০২২, (বাংলা ১২ই জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটের (09:22 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • অপরা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৫শে মে, ২০২২, (বাংলা ১১ই জৈষ্ঠ্য, ১৪২৯) বুধবার দুপুর ২টা ০৮ মিনিট (14:08 PM) থেকে।
  • অপরা একাদশী শেষঃ ইংরেজি ২৬শে মে, ২০২২, (বাংলা ১২ই জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ১টা ৩৪ মিনিট (13:34 PM) পর্যন্ত।
  • অপরা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৬শে মে, ২০২২, (বাংলা ১২ই জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • অপরা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৭শে মে, ২০২২, (বাংলা ১৩ই জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটের (09:52 AM) মধ্যে।

 

জুন, ২০২২ (জৈষ্ঠ্য / আষাঢ়, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ পাণ্ডবা বা নির্জলা একাদশী ২০২২

জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাণ্ডবা বা নির্জলা একাদশী নামে পরিচিত। এই ব্রত ধনধান্য ও পুন্য দান করে ভক্তকে পুরষ্কৃত করে থাকে । এমনকি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারেন না। পক্ষান্তরে, বিষ্ণুলোকের বিষ্ণুদূতগণ স্বয়ং এসে ব্রত পালনকারীকে বিষ্ণুলোকে নিয়ে যান। মহাভারতের পাণ্ডুপুত্র শ্রীভীমসেন এই তিথি থেকে নির্জলা একাদশী পালন করেছিলেন বিধায় এই একাদশী পান্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তিসহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তাঁর স্থান হয় বৈকুন্ঠধাম ।

পাণ্ডবা বা নির্জলা একাদশীর ব্রতকথা জানতে আরও পড়ুনঃ পান্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - পাণ্ডব নির্জলা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাণ্ডবা/নির্জলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১০ই জুন, ২০২২, (বাংলা ২৫শে জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার দিবাগত রাত্রি ২টা ৩৯ (02:39 AM) মিনিট থেকে।
  • পাণ্ডবা/নির্জলা একাদশী শেষঃ ইংরেজি ১১ই জুন, ২০২২, (বাংলা ২৬শে জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার দিবাগত রাত্রি ১টা ৩০ মিনিট (01:30 AM) পর্যন্ত।
  • পাণ্ডবা/নির্জলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুন, ২০২২, (বাংলা ২৬শে জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার।
  • পাণ্ডবা/নির্জলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১১ই জুন, ২০২২, (বাংলা ২৭শে জৈষ্ঠ্য, ১৪২৯) শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের (09:30 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাণ্ডবা/নির্জলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১০ই জুন, ২০২২, (বাংলা ২৬শে জৈষ্ঠ্য, ১৪২৯) বৃহষ্পতিবার দিবাগত রাত্রি ৩টা ০৮ (03:08 AM) মিনিট থেকে।
  • পাণ্ডবা/নির্জলা একাদশী শেষঃ ইংরেজি ১১ই জুন, ২০২২, (বাংলা ২৭শে জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার দিবাগত রাত্রি ২টা ৩০ মিনিট (02:30 AM) পর্যন্ত।
  • পাণ্ডবা/নির্জলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুন, ২০২২, (বাংলা ২৭শে জৈষ্ঠ্য, ১৪২৯) শুক্রবার।
  • পাণ্ডবা/নির্জলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১১ই জুন, ২০২২, (বাংলা ২৮শে জৈষ্ঠ্য, ১৪২৯) শনিবার সকাল ৯টা ৫২ মিনিটের (09:52 AM) মধ্যে।

একাদশীর নামঃ যোগিনী একাদশী ২০২২

ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে যোগিনী একাদশীর বিস্তর আলোচনা দৃশ্যমান। বাংলা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই যোগিনী একাদশী। এই একাদশী তিথি মহাপাপ নাশকারী। মোহ মায়াজালে আবিষ্ট মনুষ্যগণ যে মহাপাপে পরিপূর্ণ হয়ে আছেন, এই ব্রত তাঁদেরকে সেখান থেকে উদ্ধার করে স্বর্গ ধামের পথ প্রসস্থ করে। বলতে গেলে এই মহাপূণ্যদায়িনী একাদশী তিথি ভবসাগরের অতল গহব্বরে  পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। এছাড়াও এই ব্রত পালনকারীরা শ্রীকৃষ্ণের অপার করুণাও লাভ করে থাকেন।

যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে আরও পড়ুনঃ যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য

যোগিনী একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • যোগিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৪শে জুন, ২০২২, (বাংলা ৮ই আষাঢ়, ১৪২৯) বৃহষ্পতিবার দিবাগত রাত্রি ১২টা ৪৭ মিনিট (00:47 AM) থেকে।
  • যোগিনী একাদশী শেষঃ ইংরেজি ২৫শে জুন, ২০২২, (বাংলা ৯ই আষাঢ়, ১৪২৯) শুক্রবার দিবাগত রাত্রি ১টা ১১ (01:11 AM ) মিনিট পর্যন্ত।
  • যোগিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুন, ২০২২, (বাংলা ৯ই আষাঢ়, ১৪২৯) শুক্রবার।
  • যোগিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুন, ২০২২, (বাংলা ১০ই আষাঢ়, ১৪২৯) শনিবার সকাল ৯টা ২৫ ( 09:25 AM) মিনিটের মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • যোগিনী একাদশী আরম্ভঃ ২৩শে জুন, ২০২২, (বাংলা ৯ই আষাঢ়, ১৪২৯) বৃহষ্পতিবার দিবাগত রাত্রি ১২টা ৪৭ মিনিট (00:47 AM) থেকে।
  • যোগিনী একাদশী শেষঃ ইংরেজি ২৪শে জুন, ২০২২, (বাংলা ৯ই আষাঢ়, ১৪২৯) শুক্রবার দিবাগত রাত্রি ১টা ১১ (01:11 AM) মিনিট পর্যন্ত।
  • যোগিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুন, ২০২২, (বাংলা ৯ই আষাঢ়, ১৪২৯) শুক্রবার।
  • যোগিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুন, ২০২২, (বাংলা ১০ই আষাঢ়, ১৪২৯) শনিবার সকাল ৯টা ২৫ (09:25 AM) মিনিটের মধ্যে।

 

জুলাই, ২০২২ (আষাঢ় / শ্রাবণ, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ২০২২

আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় শয়ন একাদশী। এ সংসারে এই শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই। বলা হয় সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যাক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।  শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করলে তিনি ভক্তের প্রভূত কল্যান সাধন করে তাঁকে জড় জগতের মায়া থেকে মুক্তি প্রদান করে থাকেন।এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় নিজেকে শায়িত করেন।

শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য

শয়ন একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • শয়ন/হরিশয়নী একাদশী আরম্ভঃ ইংরেজি ০৯ই জুলাই, ২০২২, (বাংলা ২৪শে আষাঢ়, ১৪২৯) শনিবার দিবা ১১টা ৪৪ মিনিট (11:44 AM) থেকে।
  • শয়ন/হরিশয়নী একাদশী শেষঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২২, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪২৯) রবিবার সকাল ৯টা ৫২ (09:52 AM) মিনিট পর্যন্ত।
  • শয়ন/হরিশয়নী একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২২, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪২৯) রবিবার।
  • শয়ন/হরিশয়নী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২২, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪২৯) সোমবার সকাল ৭টা ৪৫ (07:45 Am) মিনিটের মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • শয়ন/হরিশয়নী একাদশী আরম্ভঃ ইংরেজি ০৯ই জুলাই, ২০২২, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪২৯) শনিবার মধ্যাহ্ন ১২টা ১৩ মিনিট (12:13 PM) থেকে।
  • শয়ন/হরিশয়নী একাদশী শেষঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২২, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪২৯) রবিবার সকাল ১০টা ২১ (10:21 AM) মিনিট পর্যন্ত।
  • শয়ন/হরিশয়নী একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২২,  (বাংলা ২৬শে আষাঢ়, ১৪২৯) রবিবার।
  • শয়ন/হরিশয়নী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২২, (বাংলা ২৭শে আষাঢ়, ১৪২৯) সোমবার সকাল ৮টা ১৪ (08:14 AM) মিনিটের মধ্যে।

একাদশীর নামঃ কামিকা একাদশী ২০২২

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কামিকা একাদশী পালিত হয় সমস্ত জগত জুড়ে।  যে ব্এযাক্ইতি এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এদিনে ভগবান শ্রী হরির পূজা অর্চনা করলে অপরিমিত পরিমান পূণ্যফল লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষ্যারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কামিকা একাদশী ব্রত পালন করে লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, এবং দুগ্ধবতী গাভী দানের ফলের অনুরূপ ফল এই ব্রত পালনে লাভ হয়ে থাকে। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নিম্ন যোনি প্রাপ্ত হন না। এদিন কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন।

তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন–হে নারদ! যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। উপরন্তু, শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন–হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।

কামিকা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - কামিকা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • কামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৩শে জুলাই, ২০২২, (বাংলা ০৬ই শ্রাবণ, ১৪২৯) শনিবার দুপুর ১টা ৩৭ মিনিট (13:37 PM) থেকে।।
  • কামিকা একাদশী শেষঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৭ই শ্রাবণ, ১৪২৯) রবিবার দুপুর ২টা ৫৬ মিনিট (14:56 PM) পর্যন্ত।
  • কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৭ই শ্রাবণ, ১৪২৯) রবিবার।
  • কামিকা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২২, (বাংলা ০৮ই শ্রাবণ, ১৪২৯) সোমবার সকাল ৯টা ৩২ মিনিটের (09:32 AM) মধ্যে।
আরও পড়ুনঃ  মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • কামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৩শে জুলাই, ২০২২, (বাংলা ০৮ই শ্রাবণ, ১৪২৯) শনিবার দুপুর ২টা ০৫ মিনিট (14:05 PM) থেকে।।
  • কামিকা একাদশী শেষঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৯ই শ্রাবণ, ১৪২৯) রবিবার দুপুর ৩টা ২৫ মিনিট (15:25 PM) পর্যন্ত।
  • কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৯ই শ্রাবণ, ১৪২৯) রবিবার।
  • কামিকা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২২, (বাংলা ১০ই শ্রাবণ, ১৪২৯) সোমবার সকাল ১০টা ০১ মিনিটের (10:01 AM) মধ্যে।

 

আগস্ট, ২০২২ (শ্রাবণ / ভাদ্র, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ২০২২

শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পুত্রদা বা শ্রাবণ পুত্রদা একাদশী। এটি বছরের দুইটি পুত্রদা একাদশীর একটি। অপরটি হচ্ছে পৌষ পুত্রদা একাদশী। এই ব্রতটি পুত্রসন্তান দানকারী ব্রত। পুতঃ নামক নরক থেকে পরিত্রান পেতে পুত্রসন্তান প্রার্থনা করে থাকেন মনুষ্যকুল। সুতারাং, এই ব্রত পুত্রদান করে মানুষকে সেই পুত নামক নরক থেকে পরিত্রান করে। এছাড়াও এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন এবং  শ্রবণ করেন তিনি সকল প্রকার পাপ থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি লাভ করেন। বলা হয়, এই ব্রত নিষ্ঠার সাথে পালনকারীরা পুত্রসুখ ভোগ করে এবং আনন্দময় পার্থিব জীবন উপভোগ করে দিব্যধাম প্রাপ্ত হবেন।

শ্রাবণ পুত্রদা একাদশী মাহাত্ম্য জানতে পড়ুনঃ পবিত্রারোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য

শ্রাবণ পুত্রদা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশী আরম্ভঃ ইংরেজি ০৭ই আগস্ট, ২০২২, (বাংলা ২১শে শ্রাবণ, ১৪২৯) রবিবার রাত্রি ৭টা ৩৪ মিনিট (19:34 PM) থেকে।
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশী শেষঃ ইংরেজি ০৮ই আগস্ট, ২০২২, (বাংলা ২২শে শ্রাবণ , ১৪২৯) সোমবার রাত্রি সন্ধ্যা ৫টা ১৬ মিনিট (17: 16 PM) পর্যন্ত।
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশীর উপবাসঃ ইংরেজি ০৮ই আগস্ট, ২০২, (বাংলা ২২শে শ্রাবণ , ১৪২৯২) সোমবার।
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ০৯ই আগস্ট, ২০২২, (বাংলা ২৩শে শ্রাবণ, ১৪২৯) মঙ্গলবার সকাল সকাল ০৯টা ৩৩ (09:33 AM) মিনিটের মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশী আরম্ভঃ ইংরেজি ০৭ই আগস্ট, ২০২২, (বাংলা ২৩শে শ্রাবণ, ১৪২৯) রবিবার রাত্রি ৮টা ০৪ মিনিট (20:04 PM) থেকে।
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশী শেষঃ ইংরেজি ০৮ই আগস্ট, ২০২২, (বাংলা ২৪শে শ্রাবণ , ১৪২৯) সোমবার রাত্রি সন্ধ্যা ৫টা ৪৬ মিনিট (17: 46 PM) পর্যন্ত।
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশীর উপবাসঃ ইংরেজি ০৮ই আগস্ট, ২০২২, (বাংলা ২৪শে শ্রাবণ , ১৪২৯) সোমবার
  • শ্রাবণ পুত্রদা/পবিত্রা/পবিত্রারোপণ/পবিত্রারোপণী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ০৯ই আগস্ট, ২০২২, (বাংলা ২৫শে শ্রাবণ, ১৪২৯) মঙ্গলবার সকাল সকাল ০৯টা ৩৩ (10:02 AM) মিনিটের মধ্যে।

একাদশীর নামঃ অন্নদা বা অজা একাদশী ২০২২

ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অজা বা অন্নদা একাদশী ব্রত। এই একাদশী তিথি সর্ব প্রকার পাপ বিনাশ করে। যিনি শ্রীহরির চরণপ্রাপ্তির উদ্দেশ্যে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ থেকে তাৎক্ষণিকভাবে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই বিপুল পরিমান পাপ বিদূরিত হয়ে যায়। উপরন্তু, যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখভোগের চুড়ান্ত অবসান হয়।  যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।

অন্নদা বা অজা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ অজা বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য

অন্নদা অজা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • অন্নদা বা অজা একাদশী আরম্ভঃ ইংরেজি ২২শে আগস্ট, ২০২২, (বাংলা ৪ঠা ভাদ্র, ১৪২৯) রবিবার দিবাগত রাত্রি ০৪টা ২২ মিনিট (04:22 AM) থেকে।
  • অন্নদা বা অজা একাদশী শেষঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২২, (বাংলা ৬ই ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার সকাল ৬টা ১৮ মিনিট পর্যন্ত (06:18 AM) পর্যন্ত।
  • অন্নদা বা অজা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২২, (বাংলা ৬ই ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার।
  • অন্নদা বা অজা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২২, (বাংলা ৭ই ভাদ্র, ১৪২৯) বুধবার সকাল ৮টা ২১ মিনিটের (08:21 AM) মধ্যে।

 

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • অন্নদা বা অজা একাদশী আরম্ভঃ ইংরেজি ২২শে আগস্ট, ২০২২, (বাংলা ৬ই ভাদ্র, ১৪২৯) রবিবার দিবাগত রাত্রি ০৪টা ৫১ মিনিট (04:51 AM) থেকে।
  • অন্নদা বা অজা একাদশী শেষঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২২, (বাংলা ৮ই ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত ( 06:48 AM) পর্যন্ত।
  • অন্নদা বা অজা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২২, (বাংলা ৮ই ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার।
  • অন্নদা বা অজা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২২, (বাংলা ৯ই ভাদ্র, ১৪২৯) বুধবার সকাল ৮টা ৫১ মিনিটের (08:51 AM) মধ্যে।

 

সেপ্টেম্বর, ২০২২ (ভাদ্র / আশ্বিন, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ পদ্মা বা প্বার্শপরিবর্তনী বা জয়ন্তী বা প্বার্শ একাদশী ২০২২

ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পদ্মা, প্বার্শ বা প্বার্শ পরিবর্তনী একাদশী ব্রত।  এই ব্রত পূণ্য ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়।এছাড়াও, এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তিভরে শ্রীবামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। যিনি এই তিথিতে কমলনয়ন শ্রীবিষ্ণুর পূজা কমল দ্বারা করেন, তিনি নিসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পূণ্য এই ব্রতে লাভ হয়, তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন। বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। অতএব, এই একাদশীকে পরিবর্তিনী একদশীও বলা হয়। মহাবিষ্ণুর এই প্বার্শ পরিবর্তনী তিথিতে তাঁর ভজন কীর্ত্তন করলে এবং সর্বোপরী প্বার্শ একাদশী স্বতস্ফূর্তভাবে পালন করলে অনন্ত পূন্য লাভ ঘটে।

পদ্মা বা প্বার্শপরিবর্তনী বা জয়ন্তী বা প্বার্শ একাদশী সম্পর্কে আরও জানতে পড়ুনঃ পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - প্বার্শ একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ১৯শে ভাদ্র,১৪২৯) সোমবার দিবাগত রাত্রি ০৩টা ০৫ মিনিট (03:05 AM) থেকে।
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশী শেষঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২০শে ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার রাত্রি ১২টা ৩৭ মিনিট (00:37 AM) পর্যন্ত।
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২০শে ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার।
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২১শে ভাদ্র, ১৪২৯) বুধবার সকাল ৯টা ৩২ মিনিটের (09:32 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২১শে ভাদ্র,১৪২৯) সোমবার দিবাগত রাত্রি ০৩টা ৩৪ মিনিট (03:34 AM) থেকে।
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশী শেষঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২২শে ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার রাত্রি ১টা ০৬ মিনিট (01:06 AM) পর্যন্ত।২১
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২২শে ভাদ্র, ১৪২৯) মঙ্গলবার।
  • পদ্মা/প্বার্শ/প্বার্শপরিবর্তনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ২৩শে ভাদ্র, ১৪২৯) বুধবার সকাল ১০টা ০১ মিনিটের (10:01 AM) মধ্যে।

একাদশী তালিকা ২০২২ঃ ইন্দিরা একাদশী ২০২২

আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম ইন্দিরা। এই একাদশী পালনে বিপুল পরিমান পাপরাশি বিনষ্ট হয় এবং  নিরয়গামী পিতৃপুরুষগণের উর্দ্ধগতি লাভ হয়। বলাই বাহুল্য, এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। অতএব, আসুন সকলে মিলে ২০২২ সালের ইন্দিরা একাদশী নিষ্ঠার সাথে পালন করি এবং এর ব্রতকথা তথা মাহাত্ম্য শ্রবণ-কীর্ত্তন করি।

ইন্আদিরা একাদশী সম্পর্কে  আরও বিস্তারিত জানতে পড়ুনঃ ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য

ইন্দিরা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • ইন্দিরা একাদশী আরম্ভঃ ইংরেজি ২০শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ০৩রা আশ্বিন, ১৪২৯) মঙ্গলবার রাত্রি ৮টা ৪৮ মিনিট (20:48 PM) থেকে।
  • ইন্দিরা একাদশী শেষঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ০৪ঠা আশ্বিন, ১৪২৯) বুধবার রাত্রি ১০টা ৪৭ (22:47 PM) মিনিট পর্যন্ত।
  • ইন্দিরা একাদশীর উপবাসঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ০৪ঠা আশ্বিন, ১৪২৯) বুধবার।
  • ইন্দিরা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ০৫ই আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার সকাল ৯টা ২৯ মিনিটের (09:29 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • ইন্দিরা একাদশী আরম্ভঃ ইংরেজি ২০শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ৫ই আশ্বিন, ১৪২৯) মঙ্গলবার রাত্রি ৯টা ১৭ মিনিট (21:17 PM) থেকে।
  • ইন্দিরা একাদশী শেষঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ৬ই আশ্বিন, ১৪২৯) বুধবার রাত্রি ১১টা ১৫ (23:15 PM) মিনিট পর্যন্ত।
  • ইন্দিরা একাদশীর উপবাসঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ৬ই আশ্বিন, ১৪২৯) বুধবার।
  • ইন্দিরা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর, ২০২২, (বাংলা ৭ই আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিটের (09:59 AM) মধ্যে।

 

অক্টোবর, ২০২২ (আশ্বিন / কার্ত্তিক, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ২০২২

আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করা হয়ে থাকে। এদিন শ্রীহরির নাম-সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয়। এছাড়াও, এদিন বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরকযাতনা থেকে রক্ষা পায়। অতএব, এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। বলা হয়, শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ আয়োজনের ফল এই ব্রতের শতভাগের একভাগের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়।

গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রীহরিবাসর অপেক্ষা পূণ্যস্থান নয়। এই একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এছাড়াও, এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে চিন্ময়লোকে গমন করতে সামর্থ্য হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এসকল পুণ্যকার্য করে না, তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। উপরন্তু, অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক নইরকের মহাযন্ত্রনা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠসুখ লাভ করে।কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিকরূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে।

পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম্য

পাশাঙ্কুশা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশী আরম্ভঃ ইংরেজি ৫ই অক্টোবর, ২০২২, (বাংলা ১৮ই আশ্বিন, ১৪২৯) বুধবার বেলা ১১টা ১১ মিনিট (11:11 AM) থেকে।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশী শেষঃ ইংরেজি ৬ই অক্টোবর, ২০২২, (বাংলা ১৯শে আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার সকাল ৮টা ৫৪ মিনিট (08:54 AM) পর্যন্ত।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই অক্টোবর, ২০২২, (বাংলা ১৯শে আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৭ই অক্টোবর, ২০২২, (বাংলা ২০শে আশ্বিন, ১৪২৯) শুক্রবার সকাল ৬টা ৪৯ মিনিটের (06:49 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশী আরম্ভঃ ইংরেজি ৫ই অক্টোবর, ২০২২, (বাংলা ২০শে আশ্বিন, ১৪২৯) বুধবার বেলা ১১টা ৪০ মিনিট (11:40 AM) থেকে।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশী শেষঃ ইংরেজি ৬ই অক্টোবর, ২০২২, (বাংলা ২১শে আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার সকাল ৯টা ২৩ মিনিট (09:23 AM) পর্যন্ত।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই অক্টোবর, ২০২২, (বাংলা ২১শে আশ্বিন, ১৪২৯) বৃহষ্পতিবার।
  • পাশাঙ্কুশা/পাপাঙ্কুশা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৭ই অক্টোবর, ২০২২, (বাংলা ২২শে আশ্বিন, ১৪২৯) শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিটের (07:18 AM) মধ্যে।

একাদশীর নামঃ রমা একাদশী ২০২২

বাংলা কার্ত্তিক মাসের কৃষ্ণপক্ষের মহাপাপ দূরকারী একাদশীর নাম রমা একাদশী। একাদশী মাত্রই সর্ব পাপের ক্ষয়কারী ব্রত। অনুরূপভাবে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে। এছাড়াও, সকল পাপ দূরীভূত হওয়ার পর ব্রত পালনকারী অপার আনন্দ লাভ করেন এবং শ্রীহরি অনন্ত কৃপার পাত্র হন। অতএব, এই ব্রতে রাত্রি জাগরণ করে শ্রীবিষ্ণুর গুণকীর্ত্তন করলে, তিনি ভগবানের বিশেষ আশির্বাদের পাত্র হয়ে থাকেন। শুধু উপবাসই নয়, এই ব্রতের মাহত্ম্য বা ব্রতকথা শ্রদ্ধার সাথে শ্রবণ, পঠন বা বর্ণন করলে শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায়।

রমা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ রমা একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - রমা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • রমা একাদশী আরম্ভঃ ইংরেজি ২০শে অক্টোবর, ২০২২, (বাংলা ২রা কার্ত্তিক, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ২টা ০৩ মিনিট (14:03 PM) থেকে।
  • রমা একাদশী শেষঃ ইংরেজি ২১শে অক্টোবর, ২০২২, (বাংলা ৩রা কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার দুপুর ৩টা ২৯ মিনিট (15:29 PM) পর্যন্ত।
  • রমা একাদশীর উপবাসঃ ইংরেজি ২১শে অক্টোবর, ২০২২, (বাংলা ৩রা কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার।
  • রমা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২২শে অক্টোবর, ২০২২, (বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪২৯) শনিবার সকাল ৯টা ২৮ মিনিটের (09:28 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • রমা একাদশী আরম্ভঃ ইংরেজি ২০শে অক্টোবর, ২০২২, (বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪২৯) বৃহষ্পতিবার দুপুর ২টা ৩২ মিনিট (14:32 PM) থেকে।
  • রমা একাদশী শেষঃ ইংরেজি ২১শে অক্টোবর, ২০২২, (বাংলা ৫ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার দুপুর ৩টা ৫৭ মিনিট (15:57 PM) পর্যন্ত।
  • রমা একাদশীর উপবাসঃ ইংরেজি ২১শে অক্টোবর, ২০২২, (বাংলা ৫ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার।
  • রমা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২২শে অক্টোবর, ২০২২, (বাংলা ৬ই কার্ত্তিক, ১৪২৯) শনিবার সকাল ৯টা ৫৭ মিনিটের (09:57 AM) মধ্যে।

 

নভেম্বর, ২০২২ (কার্ত্তিক / অগ্রহায়ণ, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ প্রবোধিনী বা উত্থান একাদশী ২০২২

কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে বর্ণিত আছে। এই তিথির একাদশী উত্থান বা প্রবোধিনী নামে সমগ্র জগতে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করাই এই ব্রতের মূল কাজ। অতএব, কোন ব্যক্তি যদি ভক্তিসহকারে এই মাসে ভক্তসঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তাঁর শতকুল উদ্বার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন।

বস্তুত, এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণাদির শ্রবণ- কীর্তনে দিনযাপন করলে তার আর পুণর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর, ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ-কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপন, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন। এছাড়াও, সহস্র সুগন্ধী পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রীভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্তকোটিগুণ ফল লাভ হয়। উল্লেখ্য এই তিথিতে অনন্ত শয্যায় শায়িত শ্রীবিষ্ণু পুনরায় উত্থান করেন।

উত্থান বা প্রবোধিনী একাদশী ব্রতের ব্রতকথা বা মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য

উত্থান একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • উত্থান/প্রবোধিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা নভেম্বর, ২০২২, (বাংলা ১৬ই কার্ত্তিক, ১৪২৯) বৃহষ্পতিবার রাত্রি ৮টা ৪৫ মিনিট (20:45 PM) থেকে।
  • উত্থান/প্রবোধিনী একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা নভেম্বর, ২০২২, (বাংলা ১৭ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট (18:59 PM) থেকে।
  • উত্থান/প্রবোধিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা নভেম্বর, ২০২২, (বাংলা ১৭ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার।
  • উত্থান/প্রবোধিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৫ই নভেম্বর, ২০২২, (বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪২৯) শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের (09:30 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • উত্থান/প্রবোধিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা নভেম্বর, ২০২২, (বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪২৯) বৃহষ্পতিবার রাত্রি ৯টা ১৪ মিনিট (21:14 PM) থেকে।
  • উত্থান/প্রবোধিনী একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা নভেম্বর, ২০২২, (বাংলা ১৯ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিট (19:28 PM) থেকে।
  • উত্থান/প্রবোধিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা নভেম্বর, ২০২২, (বাংলা ১৯ই কার্ত্তিক, ১৪২৯) শুক্রবার।
  • উত্থান/প্রবোধিনী একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৫ই নভেম্বর, ২০২২, (বাংলা ২০শে কার্ত্তিক, ১৪২৯) শনিবার সকাল ৯টা৫৯ মিনিটের (09:59 AM) মধ্যে।

 

একাদশী তালিকা ২০২২ – উৎপন্না একাদশী ২০২২

অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না একাদশী বলা হয়। এই একাদশী পরম পবিত্র ও সমস্ত দেবতাদেরও প্রিয়। অতএব, সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একদশীর উৎপত্তির কথা শ্রবণ-কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এছাড়াও, উৎপন্না একাদশী মহাপাপ বিনাশক এবং মহাপূণ্যদায়ী। সুতারাং, শ্রীবিষ্ণুর অপার কৃপা লাভ করার জন্য শুদ্ধ বৈষ্ণব ভক্তগন সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই একাদশী ব্রত পালনের সুযোগ লাভ করার জন্য। আসুন আমরাও ২০২২ সালের উৎপন্না একাদশী নিষ্ঠার সাথে পালন করি এবং এর ব্রত কথা শ্রদ্ধাভরে শ্রবণ করি।

উৎপন্না একাদশী মাহাত্ম্য বা ব্রতকথা সম্পর্কে আরও জানতে পড়ুনঃ উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য

উৎপন্না একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • উৎপন্না একাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে নভেম্বর, ২০২২, (বাংলা ২রা অগ্রহায়ণ, ১৪২৯) শনিবার সকাল ৭টা ০৩ মিনিট (07:03 AM) থেকে।
  • উৎপন্না একাদশী শেষঃ ইংরেজি ২০শে নভেম্বর, ২০২২৯, (বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪২) রবিবার সপকাল ৭টা ৩৩ মিনিট (07:33 AM) পর্যন্ত।
  • উৎপন্না একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে নভেম্বর, ২০২২, (বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার।
  • উৎপন্না পারনের সময়ঃ ইংরেজি ২১শে নভেম্বর, ২০২২, (বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৯) সোমবার সকাল ৭টা ৩২ মিনিটের (07:32 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • উৎপন্না একাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে নভেম্বর, ২০২২, (বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৯) শনিবার সকাল ৭টা ৩১ মিনিট (07:31 AM) থেকে।
  • উৎপন্না একাদশী শেষঃ ইংরেজি ২০শে নভেম্বর, ২০২২, (বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার সপকাল ৮টা ০১ মিনিট (08:01 AM) পর্যন্ত।
  • উৎপন্না একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে নভেম্বর, ২০২২, (বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার।
  • উৎপন্না পারনের সময়ঃ ইংরেজি ২১শে নভেম্বর, ২০২২, (বাংলা ৬ই অগ্রহায়ণ, ১৪২৯) সোমবার সকাল ৮টা ০১ মিনিটের (08:01 AM) মধ্যে।

 

একাদশী তালিকা ২০২২ – ডিসেম্বর, ২০২২ (অগ্রহায়ণ / পৌষ, ১৪২৯) মাসের একাদশী তালিকা, সঠিক তিথি, উপবাস ও পারণের সময় নির্ঘণ্টঃ

একাদশীর নামঃ মোক্ষদা একাদশী ২০২২

যে একাদশী ব্রত মোক্ষ দান করে থাকে তাকেই বলা হয় মোক্ষদা একাদশী। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মহা সমারোহে পালিত হয় মোক্ষদা একাদশী। মোক্ষদাত্রী বা মোক্ষদা নামেই এই ব্রত ত্রিভুবনে  পরিচিত। সর্বপাপনাশিনী ও সকল ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। এই কারনে, এদিন তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামোদরের পূজা করলে তিনি অত্বেযাধিক সন্তুষ্ট হন। এছাড়াও পূর্ববর্ণিত বিধি অনুসারে এর দশমীও পালন করা কর্তব্য। এই দিনে উপবাস করে স্তবস্তুতি, নৃত্য-গীত আদি সহ রাত্রিজাগরণ করা মহা ফলদায়ক।যে ব্যাক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূণ্যসংখ্যা সকলেরই অজ্ঞাত। এছাড়াও, শ্রীহরি বলেন  “চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন।

মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আরও জানতে পড়ুনঃ মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - মোক্ষদা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • মোক্ষদা একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা  ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯) শনিবার সকাল ৮টা ২৬ মিনিট (08:26 AM) থেকে।
  • মোক্ষদা একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার সকাল ৭টা ২৭ মিনিট (07:27 AM) থেকে।
  • মোক্ষদা একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার।
  • মোক্ষদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৫ই ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪২৯) সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটের (06:55 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • মোক্ষদা একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা  ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪২৯) শনিবার সকাল ৮টা ২৫৪ মিনিট (08:54 AM) থেকে।
  • মোক্ষদা একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার সকাল ৭টা ৫৫ মিনিট (07:55 AM) থেকে।
  • মোক্ষদা একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর, ২০২২, (বাংলা ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯) রবিবার।
  • মোক্ষদা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ৫ই ডিসেম্বর, ২০২২, (বাংলা ২০শে অগ্রহায়ণ, ১৪২৯) সোমবার সকাল ৭টা ২৪ মিনিটের (07:24 AM) মধ্যে।

 

একাদশীর তালিকা ২০২২ – সফলা একাদশী ২০২২

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সফলা একাদশী ব্রত। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির ব্রতোপবাসের মাহাত্ম্য বিস্তারিত বর্ণিত হয়েছে। সুফলের আশায় এই ব্রত পালনের ব্রতী হন আপামর বৈষ্ণববৃন্দ। সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ লাভ করেন এছাড়াও  দেহান্তে মুক্তি লাভ করেন। মোটকথা, সফলা ব্রতের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সফলতা প্রদান করা। এই সফলা একাদশী ব্রতে যারা শ্রদ্ধাশীল তাঁরাই ধন্য। তাঁদের জন্ম সার্থক, এতে কোন সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।

সফলা একাদশী মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে পড়ুনঃ সফলা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ২০২২ - সফলা একাদশী ২০২২ (১৪২৯)

ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • সফলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১৮ই ডিসেম্বর, ২০২২, (বাংলা ২রা পৌষ, ১৪২৯) রবিবার রাত্রি ১০টা ৫২ মিনিট (22:52 PM) থেকে।
  • সফলা একাদশী শেষঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৩রা পৌষ, ১৪২৯) সোমবার রাত্রি ১০টা ২০ মিনিট (22:20 PM) থেকে।
  • সফলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৩রা পৌষ, ১৪২৯) সোমবার।
  • সফলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২০শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৪ঠা পৌষ, ১৪২৯) মঙ্গলবার সকাল ৯টা ৪৯ মিনিটের (09:49 AM) মধ্যে।

বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ

  • সফলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১৮ই ডিসেম্বর, ২০২২, (বাংলা ৩রা পৌষ, ১৪২৯) রবিবার রাত্রি ১১ টা ২০ মিনিট (23:20 PM) থেকে।
  • সফলা একাদশী শেষঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৪ঠা পৌষ, ১৪২৯) সোমবার রাত্রি ১০টা ৪৮ মিনিট (22:48 PM) থেকে।
  • সফলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৪ঠা পৌষ, ১৪২৯) সোমবার।
  • সফলা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২০শে ডিসেম্বর, ২০২২, (বাংলা ৫ই পৌষ, ১৪২৯) মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটের (10:18 AM) মধ্যে।

একাদশীর সংকল্প মন্ত্র

একাদশ্যাং নিরাহারঃ স্থিত্বা ওহম অপরেহহনি
ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরনং মে ভাবাচ্যুত।

একাদশী পারন মন্ত্র (Ekadashi Parana Mantra)

একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।

অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব
প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।

মহাপ্রসাদ গ্রহনের মন্ত্র

মহাপ্রসাদে গোবিন্দে, নাম-ব্রহ্মনী বৈষ্ণবে।
স্বল্প-পুণ্য বতাং রাজন, বিশ্বাস নৈব জায়তে।
শরীর অবিদ্যা-জাল, জড়েন্দ্রীয় তাহে কাল;
জীবে ফেলে বিষয়-সাগরে।
তা’র মধ্যে জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি;
তা’কে জেতা কঠিন সংসারে ।।
কৃষ্ণ বড় দয়াময় , করিবারে জিহ্বা জয় ,
স্ব প্রসাদ -অন্ন দিলা ভাই ।।
সেই অন্নামৃত পাও রাধাকৃষ্ণ গুন গাও ,
প্রেমে ডাক চৈতন্য নিতাই ।।

 

হিন্দু বা সনাতন ধর্মীয় সকল প্রকার তথ্য, আচার-নিয়ম, সংস্কৃতি, আখ্যান ও উপাখ্যান জানতে আমাদেরকে ইউটিউবে বা ফেসবুকে ফলো করতে পারেন।

Tags: একাদশী তালিকা ২০২২ বাংলাদেশ, একাদশীর তালিকা, একাদশী পারনের সময়সূচী ২০২২,একাদশী তালিকা 2022 ইসকন, akadoshi talika 2022,একাদশী ব্রত তালিকা 2022,একাদশী ব্রত তালিকা ২০২২ pdf, একাদশী তালিকা ২০২২ ইসকন, একাদশী তালিকা ২০২২ ভারত, ekadoshi talika 2022, একাদশী ২০২২ তালিকা, একাদশীর পারণ ২০২২, ইসকন একাদশী তালিকা 2022, একাদশী তালিকা ২০২২ গোস্বামী মতে, একাদশীর সময়সূচী,একাদশীর সময়সূচী 2022, ১৪২৯ সালের একাদশীর তালিকা, একাদশীর তালিকা 2022, একাদশী চার্ট ২০২২, একাদশী সময়সূচী ২০২২, একাদশী 2022, ekadashi talika 2022 bangla,ekadashi talika 2022, ১৪২৯ সালের একাদশী,বৈষ্ণব মতে একাদশী তালিকা, 2022 একাদশী তালিকা, একাদশীর পারণ কটার সময়, আগামী একাদশী কবে, একাদশীর পারণ,ভৈমী একাদশী ২০২২, পৌষ পুত্রদা একাদশী ২০২২, ষটতিলা একাদশী ২০২২, ভৈমী বা জয়া একাদশী ২০২২, বিজয়া একাদশী ২০২২, আমলকী বা আমলকীব্রত একাদশী ২০২২, পাপমোচনী একাদশী ২০২২, কামদা একাদশী ২০২২,বরুথিনী একাদশী ২০২২, মোহিনী একাদশী ২০২২, অপরা একাদশী ২০২২, পাণ্ডবা বা নির্জলা একাদশী ২০২২, যোগিনী একাদশী ২০২২, শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ২০২২, কামিকা একাদশী ২০২২, শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ২০২২, অন্নদা বা অজা একাদশী ২০২২, পদ্মা বা প্বার্শ বা প্বার্শপরিবর্তনী বা জয়ন্তী একাদশী ২০২২, ইন্দিরা একাদশী ২০২২, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ২০২২, রমা একাদশী ২০২২, উত্থান বা প্রবোধিনী একাদশী ২০২২, উৎপন্না একাদশী ২০২২, মোক্ষদা একাদশী ২০২২, সফলা একাদশী ২০২২,

5/5 - (1 vote)

Leave a Reply