পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কোনটি? আজ্ঞে হ্যা, এটিও অবস্থিত আমাদের ভারতে। দক্ষিণ ভারতের কেরলের তিরুঅনন্তপুরমের ‘পদ্মনাভস্বামী মন্দির’ নামেই পরিচিত এটি। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তকমা এ মন্দিরের দখলে। এই মন্দিরে স্বর্ণের গয়না, হীরের হার, মণি-মুক্তার এক বিশাল সম্ভার রয়েছে মন্দিরের এক গুপ্ত ঘরে; যেখানে মানুষ প্রবেশ করতে পারে না। কারণ এ সম্পদ পাহারা দেয় স্বয়ং নাগরাজ। এমন কথাই প্রচলিত রয়েছে এখানকার মানুষের মুখে মুখে। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের সম্পত্তির হিসাব নিকাশের সেই রোমহরর্ষক ঘটনাটি।
