You are currently viewing কে ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু? তাঁর সংক্ষিপ্ত জীবনী জানুন পবিত্র বাংলায়|| Sri Chaitanya Mahaprabhu

কে ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু? তাঁর সংক্ষিপ্ত জীবনী জানুন পবিত্র বাংলায়|| Sri Chaitanya Mahaprabhu

কে ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু? জানুন তার সংক্ষিপ্ত জীবনী || Who is Sri Chaitanya Mahaprabhu?: সাল ১৪৮৬ এর ১২ই ফাল্গুণ রাত্রিতে চন্দ্রগ্রহণের সময় শ্রীচৈতন্যেদেবের জন্ম হয়। বাংলাদেশে কোটি কোটি লোক জন্মেছে, মরছে, কিন্তু এই ব্রাহ্মণ বালকের মত এপর্যন্ত একটি ছেলেও এদেশে জন্মেননি। লক্ষ লক্ষ লোকের বিশ্বাস, এই বালক স্বয়ং ভগবান। কিন্তু কেন একটি দরিদ্র ব্রাহ্মণ বালককে শত শত লোক ভগবান বলে মেনে নিল? তাঁর কি ক্ষমতা ছিল যে উড়িষ্যার মহাসম্রাট্‌ প্রতাপরুদ্র, তাঁর পা ছোঁওয়ার লোভে দীন-হীন বেশে উপস্থিত হতেন? -সেই সময়ের সকলের চাইতে বড় পণ্ডিত বাসুদেব সার্বভৌম, ভারতী গোঁসাই প্রভৃতি জগদ্‌গুরু তাঁর নিকট শিষ্যের ন্যায় কেন করজোড়ে স্তব পাঠ করতেন? কি গুণে জগাই-মাধাই এর মত দুর্দণ্ড পাষণ্ড, ভীলপন্থ নরোজীর ন্যায় দস্যু, বারমুখী ও ইন্দ্রিরা দেবীর ন্যায় দুষ্টা স্ত্রীলোক এই ব্রাহ্মণ ছেলেটির পদধূলি মাথায় নিয়ে পবিত্র হয়ে গিয়েছিল? জানুন শ্রীচৈতন্য মহাপ্রভুর বিষ্ময়কর লীলাজীবন। তার জীবনী আমাদের প্রত্যেকের জন্য এক বিরাট শিক্ষা।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মহাপ্রসাদ কিভাবে এলো পৃথিবীতে?

Leave a Reply