You are currently viewing শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ধারন করেছিলেন? Why Shri Krishna Took the Form of Goddess Kali?

শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ধারন করেছিলেন? Why Shri Krishna Took the Form of Goddess Kali?

শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ( Krishna Kali- কৃষ্ণকালী) ধারন করেছিলেন? Why Shri Krishna Took the Form of Goddess Kali?: বাংলায় শাক্ত সম্প্রদায়ের আধিক্য অনেক প্রাচীন। যুগ যুগ ধরে এখানে স্বাড়ম্বরে পুজিতা হয়ে এসেছেন দেবী দুর্গা ও দেবী কালী। বলাই বাহুল্য, এই দুই দেবীই শক্তির অন্যতম জনপ্রিয় দুই রূপ। এছাড়াও স্থান কাল পাত্র ভেদে দশ মহাবিদ্যা ও কালীর অন্যান্য রূপের পুজার প্রচলন দেখা যায় সর্বর্ত্রই। বাংলার দক্ষিনেশ্বর, কালীঘাটের রোজকার জনসমাগম বলে দেয় দেবী কালী কতটা জনপ্রিয় এখানে। আর বাঙালীর সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গা পূজা তো ইতিমধ্যেই ইউনোস্কোর স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে বাংলায় গৌড়িয় বৈষ্ণববাদের আগমন এত পুরাতন না হলেও, এই ধারার প্রভাব কিন্তু একেবারে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে এই দুই মতবাদের মধ্যে দেখা যায় অমিল ও সাম্প্রদায়িক বিভাজন। কিন্তু আশার কথা হল এই যে এখানে সম্প্রীতি স্থাপন করেছে কৃষ্ণকালী। হ্যা, ইনি কৃষ্ণ ও কালীর সম্মিলিত রূপ। কিন্তু কেন জগতের প্রতিপালক, বংশীধারী শ্রী কৃষ্ণ ধারন করেছিলেন মা কালীর রূপ? আসুন এই আনন্দময় আখ্যানটি শ্রবন করি।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কি? || Snana Yatra of Jagannath Dev || 2022

Leave a Reply