You are currently viewing গনেশের মুখ হাতির মত কেন? || গনেশের জন্ম রহস্য || Origin of Ganesh ||

গনেশের মুখ হাতির মত কেন? || গনেশের জন্ম রহস্য || Origin of Ganesh ||

গানেশ / Ganesh / Ganesha হলেন সিদ্ধিদাতা, তিনি বিঘ্নহর্তা, তিনি সকল প্রকার দুশ্চিন্তা দূরকারী একদন্ত, গণপতি ভগবান। যার কথা বলছি তিনি আমাদের অত্যন্ত প্রিয় দেবতা শ্রী গণেশ। সকল দেবতার পূজার আগেই তার পূজার মাধ্যমে সকল পূজার শুভ সূচনা হয়। তিনি জ্ঞানের, অক্ষর ও বুদ্ধির দেবতা। তিনি ঋদ্ধি এবং সিদ্ধির স্বামী। তিনি শুভ এবং লাভের পিতা। তিনি তার ভক্তের উপর অশেষ আশীর্বাদের জন্য সারা ভারত তথা বিদেশেও প্রসিদ্ধ। তাই এমনিতে প্রতিদিন নিত্য পূজা থেকে শুরু করে সকল অন্ধকার দূরকারী এই দেবতার পূজা ভক্তিভরে সকল ভক্ত করে থাকেন। তার জন্ম সম্বন্ধে আমরা সাধারণত জানি যে তিনি দেবী পার্বতী এবং মহাদেব শিবের পুত্র এবং কার্তিকের ছোট ভাই। কিন্তু তার জন্মের কাহিনী নিয়ে নানা পুরাণ এবং ধর্ম গ্রন্থে নানা ব্যাখ্যা পাওয়া যায়। আজকের আয়োজনে এই সকল গ্রন্থের আলোকে শ্রী গনেশের জন্মকথা বিস্তারিত আলোচনা থাকছে আপনার জন্য।

3/5 - (2 votes)
আরও পড়ুনঃ  সনাতন ধর্মের প্রাচীন ৮টি শক্তিশালী প্রতীক, যার সাথে জড়িয়ে আছে অলৌকিক শক্তি || 8 Symbols of Hinduism

Leave a Reply